হোসেনপুরে আগুনে পুড়ল ক্ষুদ্র ব্যবসায়ীর স্বপ্ন

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে জালাল মিয়া নামে এক ক্ষুদ্র কুটির শিল্প ব্যবসায়ীর বাঁশ বেতের বিভিন্ন মালামালসহ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত শুক্রবার রাত ২টার দিকে উপজেলার শাহেদল ইউনিয়নের উত্তর কুড়িমারা গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, রাতে হঠাৎ করে বসতঘরে আগুন ধরে মুহূর্তের মধ্যেই দাউদাউ করে জ্বলে ওঠে। এতে ঘরের মধ্যে থাকা ৫টি ছাগল, ৩০০ শতাধিক বাঁশ বেতের তৈরি চালুনি ও পাটি, ধান, নগদ টাকাসহ সব কিছু পুড়ে যায়। পরে আশপাশের লোকজন ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় সাড়ে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইসতিয়াক হোসেন উজ্জল, শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরোজ উদ্দিন, হোসেনপুর থানার এসআই মিলটন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।