ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বর্তমান প্রজন্মকে আধুনিক প্রযুক্তিতে গড়তে হবে

বললেন ডেপুটি স্পিকার
বর্তমান প্রজন্মকে আধুনিক প্রযুক্তিতে গড়তে হবে

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেন, ডিজিটাল বাংলাদেশের সফল বাস্তবায়নের দ্বারপ্রান্তে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছেন। স্মার্ট বাংলাদেশের যাত্রায় বর্তমান প্রজন্মকে শিক্ষার পাশাপাশি আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে। গতকাল শনিবার পাবনার সাঁথিয়ায় জেলা পরিষদ অডিটোরিয়ামে জনশুমারী ও গৃহগণনা-২০২৩ প্রকল্পে ব্যবহৃত ট্যাবলেটসমূহ হতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মাধ্যমিক পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডেপুটি স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, পৌর মেয়র মো. মাহবুবুল আলম বাচ্চু, ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা খোকন ও মোছা. সেলিমা সুলতানা শিলা, উপজেলা আ.লীগের সভাপতি হাসান আলী খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাদের বিশ্বাস।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত