ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বসতঘর ও দোকান ভূস্মীভুত

বসতঘর ও দোকান ভূস্মীভুত

মুন্সীগঞ্জের শ্রীনগরে আগুনে একটি বাজারে ৫ দোকান ও কুমিল্লায় বসতঘর পুড়ে গেছে। গতকাল রোববার প্রতিনিধিদের পাঠানো খবর-

শ্রীনগর (মুন্সীগঞ্জ) : শ্রীনগরে একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান ভস্মিভূত প্রায় অর্ধকোটি টাকার ক্ষতির ঘটনা ঘটেছে। উপজেলার ঐতিহ্যবাহী ভাগ্যকূল বাজারে মুদি দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুনে ৫টি দোকান ভস্মিভূত হয়েছে। এসব দোকানে তেল, লবণ, আটা, ময়দা, চাল, ডাল, আলু, পেয়াজ, আদা রসুন, ছিলো বলে জানা গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। প্রায় ১ ঘন্টা প্রাণপণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।

আগুন নিয়ন্ত্রণে আনা শ্রীনগর ফায়ার স্টেশন কর্মকর্তা মো. মাহফুজ রিবেন বলেন, আমরা খবর পাওয়ার ২০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই তবে ধারণা করা যাচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) : কুমিল্লার চৌদ্দগ্রামে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। উপজেলার বাতিসা ইউনিয়নের চাঁন্দকরা উত্তর পাড়া মুন্সীবাড়িতে এ ঘটনা ঘটে। সরেজমিন পরিদর্শনকালে সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নাসরিন সুলতানা তথ্যটি নিশ্চিত করেছেন। চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মাজেদুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে এনে পাশের ঘরগুলোকে রক্ষা করি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত