ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শেখ হাসিনার সরকার কৃষিবান্ধব

বললেন প্রাণিসম্পদ মন্ত্রী
শেখ হাসিনার সরকার কৃষিবান্ধব

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময় সার চাইতে গিয়ে কৃষকদের গুলি খেয়ে প্রাণ দিতে হয় না। সার, বীজ, কীটনাশক, ট্রাক্টর, রিপার মেশিনসহ সব কৃষি উপকরণ কৃষকের দোরগোড়ায় পৌঁছে যায়। আপনাদের সবারই মনে আছে যে, বিএনপি সরকারের সময় সার আনতে গিয়ে পুলিশের গুলিতে অনেক কৃষক প্রাণ হারিয়েছিল। সেই বিএনপি-জামায়াত জোট আবারও পেছনের দরজা দিয়ে দেশের শাসন ক্ষমতায় আসতে চায়। কিন্তু তাদের সে স্বপ্ন পূরণ হবে না। বিএনপি ক্ষমতায় আসলে দেশের উন্নয়নে বাধাগ্রস্ত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রকৃত অর্থেই কৃষিবান্ধব সরকার বিধায় আজ ধান, ফলমূল, শাকসবজি এবং রবিশস্যের বাম্পার ফলন হচ্ছে। খাদ্য ঘাটতির বাংলাদেশ আজ খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে। গতকাল রোববার মন্ত্রী তার নির্বাইন এলাকার নাজিরপুরে খরিপ-১ মৌসুমে উফশী আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত