ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

এক রাতে দুই এজেন্ট ব্যাংক শাখায় চুরি

এক রাতে দুই এজেন্ট ব্যাংক শাখায় চুরি

ঈশ্বরগঞ্জে একই রাতে দুই এজেন্ট ব্যাংক শাখায় চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরের দল দুটি ব্যাংক থেকে আনুমানিক নগদ ৫ লাখ টাকাসহ ল্যাপটপ নিয়ে যায় বলে দাবি সংশ্লিষ্টদের। গতকাল রোববার পৌর এলাকার হাসপাতাল রোডে এ চুরির ঘটনা ঘটে। ঈশ্বরগঞ্জ উপজেলার ডাচ বাংলা ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের এজেন্ট শাখায় এ ঘটনা ঘটে। চোরচক্র পেছনের দরজার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে নগদ আনুমানিক ৫ লাখ টাকা ও একটি ল্যাপটপ চুরি করে নিয়ে যায়।

স্থানীয় ও ব্যাংক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার বিকালে লেনদেন শেষে ব্যাংক দুটির এজেন্ট শাখা বন্ধ করে তালা দিয়ে চলে যান কর্মকর্তা-কর্মচারীরা। সকালে ব্যাংকিং কার্যক্রম পুনরায় চালু করতে মার্কেন্টাইল ব্যাংকের এজেন্ট শাখার পরিচালক মো: রাফি ব্যাংকের এ অবস্থা দেখতে পায়।

ডাচ বাংলা ব্যাংক এজেন্ট শাখার ব্র্যাঞ্চ ম্যানেজার জয় সাহা বলেন, রোববার আনুমানিক শেষরাতে চুরির ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত