ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বন্যহাতির তাণ্ডবে ফসল নষ্ট

বন্যহাতির তাণ্ডবে ফসল নষ্ট

ময়মনসিংহের ধেবাউড়া সীমান্তে পাহাড় থেকে নেমে আসা বন্য হাতির তাণ্ডবে প্রায় ২০ একর জমির ফসল নষ্ট হয়ে পড়েছে। গত শনিবার রাত থেকে সকাল পর্যন্ত উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের গলইভাঙ্গা এলাকায় হাতির পাল এ তাণ্ডব চালিয়েছে। এতে ক্ষতির মুখে পড়েছেন সীমান্ত এলাকার সাধারণ কৃষক। কিছুদিন আগেও হাতির দল তাণ্ডব চালিয়ে ফসল নষ্ট করেছে। দ্বিতীয় দফায় ফসল নষ্ট করায় ব্যাপক ক্ষতির মুখে পড়েন কৃষক। হাতির পাল তাণ্ডব চালিয়ে ফসল ও বিভিন্ন সবজির বাগান নষ্ট করে ফেলেছে। সরেজমিন ঘুরে জানা যায়, শনিবার তারাবির নামাজের সময় পাহাড় থেকে প্রায় ৫০টি হাতি ফসলের মাঠে নেমে আসে। এ সময় তারা ফসলের মাঠে রাতভর ব্যাপক তাণ্ডব চালায়। এতে ২০ একর জমির ফসল নষ্ট হয়ে যায়। গলইভাঙ্গা গ্রামের লালু মিয়া জানায় তার ১ একর জমির ফসল নষ্ট হয়েছে। সুলতান খা জানান, আমরা অনেক লোকজন জমায়েত হয়ে টর্চ লাইট, আগুন জ্বালিয়ে এবং পটকা ফাটিয়ে হাতির দল তাড়ানোর চেষ্টা করি। ভোররাতে হাতির দল এলাকা ত্যাগ করেছে। ঘোষগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, আমি কর্তৃপক্ষকে জানিয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিন জানান, এ বিষয়ে বন কর্মকর্তার সাথে কথা হয়েছে, ক্ষতিগ্রস্ত ব্যাক্তিরা আবেদন করলে সরকারি সহায়তা পাবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত