শ্যামনগরে নেই নিয়মিত সাব-রেজিস্ট্রার

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলমগীর সিদ্দিকী, শ্যামনগর (সাতক্ষীরা)

শ্যামনগরে নিয়মিত সাবরেজিস্ট্রার না থাকায় সরকার হচ্ছে রাজস্ব বঞ্জিত ও দূর-দূরস্ত থেকে আসা জমির ক্রেতা-বিক্রেতারা হয়রানির শিকার হয়ে ফিরে যাচ্ছে প্রতিনিয়ত। ৪ বছর ধরে শ্যামনগরে নিয়মিত সাব রেজিস্ট্রার নেই। যে কারণে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা ক্রেতা-বিক্রেতারা জমি রেজিস্ট্রি করতে এসে ফিরে যাচ্ছে। তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্রেতা-বিক্রেতা ও তাদের সাথে আসা সাক্ষী ও শনাক্তকারীরা। কোনো সপ্তাহে সাব-রোজিস্ট্রার আসছে ১ দিন বা ২ দিন আবার কোনো সপ্তায়ে আসছে না। বিভিন্ন অজুহাত শোনা যায় যেমন, আজ ছেলে অসুস্থ কাল নিজে অসুস্থ ইত্যাদি। কোনো সপ্তাহে রোব, সোমবার রেজিস্ট্রি হচ্ছে, আবার কোনো সপ্তাহে বুধ, বৃহস্পতিবার কোনো সপ্তাহে রেজিস্ট্রি হচ্ছে না। কোনো সপ্তাহের এক দিন আবার কোনো সপ্তাহে একবারে করছেই না। ক্রেতা-বিক্রেতারা দেশের বিভিন্ন জেলা চাকরি বা ব্যবসার তাগিদে বসবাস করে। তারা শ্যামনগরে সাব রেজিস্ট্রি আফিসে এসে জানতে পারছে আজ সাব রেজিস্ট্রার নেই ছুটিতে আছেন। দুয়েক দিন অপেক্ষার পর চাকরি বা ব্যবসার তাগিদে ফিরে যাচ্ছে তারা। জমি রেজিস্ট্রি না হওয়ায় তারা হচ্ছে হয়রানি এবং সরকার হারাচ্ছে রাজস্ব। দেশের সর্ববৃহৎ উপজেলা হিসেবে শ্যামনগরে রয়েছে জমির পরিমাণ ও বেশি। যে কারণে জমি রেজিস্ট্রি হয় ও আনেক বেশি। সরকার শ্যামনগরে জমি রেজিস্ট্রি থেকে বছরে কোটি কোটি টাকা রাজস্ব পায়। অথচ নিয়মিত সাব রেজিস্ট্রার না থাকায় সরকার রাজস্ব বঞ্জিত হচ্ছে। গত ২৯ মার্চ রংপুরে চাকরিরত শ্যামনগর কৈখালী গ্রামে সাদেক মুন্সী জানান, এ পর্যন্ত কয়েক সপ্তাহ আসলাম জমি বিক্রি করে মেয়ের বিয়ে দেব বলে অথচ সাব রেজিস্ট্রার না থাকার কারণে জমি বিক্রি করতে পারছি না। সেই কারণে মেয়ের বিয়েটাও দিতে সমস্যা হচ্ছে। ১৯ মার্চ ঢাকায় বসবাসরত শ্যামনগরে বুড়িগোয়ালিনী গ্রামের শৃভেন্দ্র জানান, আমি ব্যবসার কাজে ঢাকায় থাকি এ পর্যন্ত কযেক সপ্তাহ আসলাম জমি বিক্রি করতে এ সেই শুনি সাব রেজিষ্টার ছুটিতে রয়েছে কি যে হয়রানি হচ্ছি। এ ব্যাপারে নামপ্রকাশে অনিইচ্ছুক কয়েকজন মহরার বলেন, আমরা লেখকসহ প্রায় শতাধিক মানুষ এ পেশায় রয়েছি নিয়মিত সাবরেজিস্ট্রার না থাকায় অনেক কষ্টে দিন কাটাচ্ছি। এ ব্যাপারে শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন বলেন, আমি শ্যামনগরে নিয়মিত সাবরেজিস্ট্রার দেয়ার জন্য জেলা রেজিস্ট্রারকে অনুরোধ করেছি। এ ব্যাপারে সাতক্ষীরা জেলা রেজিস্ট্রারের সাথে কথা বললে তিনি বলেন, সাবরেজিস্ট্রার কম থাকায় নিয়মিত দেয়া সম্ভব হচ্ছে না।