ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মানিকগঞ্জের ধলেশ্বরী নদী এখন পানিশূন্য

মানিকগঞ্জের ধলেশ্বরী নদী এখন পানিশূন্য

বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা ২১০০ নামের মহাপরিকল্পনার আওতায় মানিকগঞ্জের ধলেশ্বরী নদী খনন হয়েছে বছর দুই। অথচ সেই নদী এখন পানিশূন্য। নদীর বুকে চাষ হচ্ছে ধান, ভুট্টাসহ বিভিন্ন ফসল। স্থানীয়দের অভিযোগ নদী খননের নামে মাটি বাণিজ্য হয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। নদী ভাঙন, বন্যা নিয়ন্ত্রণ, নদী ব্যবস্থাপনা, নগর ও গ্রামে পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনাসহ ছয়টি লক্ষ্য নিয়ে বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা ২১০০ মহাপরিকল্পনা একনেকে পাশ হয় ২০১৮ সালে। এই পরিকল্পনার আাওতায় ৬৪ জেলার ছোট নদী, খাল, ও জলাশয় পুনর্খনন প্রকল্পের (প্রথম পর্যায়) অংশ হিসেবে মানিকগঞ্জের ধলেশ্বরী নদী পুনঃখননের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। কালিগঙ্গ নদী থেকে ধলেশ্বরী নদীর উৎসমুখ সাটুরিয়া উপজেলার তিল্লি থেকে সিংগাইর উপজেলার ইসলামপুর পর্যন্ত ৪৫.৫০ কিলোমিটার নদীখনন শুরু হয় ২০১৯ সালের নভেম্বর মাসে। পাঁচটি প্যাকেজে এই খনন কর্মসূচির চুক্তি মূল্য ধরা হয় ৭৫ কোটি ৮৬ লাখ টাকা। কাজ শেষের সময় ধরা হয় ২০২০ সালের ডিসেম্বর মাস। তবে এক বছর সময় বাড়িয়ে কাজ শেষ হয় গত ২০২১ সালের শেষ দিকে। পাঁচটি প্যাকেজের ১নং বা প্রথম প্যাকেজটি শুরু হয়ে তিল্লি মুখ থেকে জান্না পর্যন্ত ১০.২০ কিলোমিটার অংশে। তিল্লি গ্রামের হায়দার আলীর বলেন, তিল্লি মুখে যথেষ্ট গভীর করে খনন না করার কারণে চর পড়েছে। যদি কালিগঙ্গার গভীরতায় ধলেশ্বরী গভীর করে খনন করা হতো তা হলে এত দ্রুত বন্ধ হয়ে যেতনা। তিনি বলেন লাখ লাখ টাকা খরচ করে নদী খননে মাটি ব্যবসাযীদের লাভ হলেও আসল কাজ কিছুই হয়নি। ধলেশ্বরী নদী বাঁচাও আন্দোলনের নেতা দীপক ঘোষ বলেন, কেবল তিল্লি থেকে জান্না পর্যন্তই নয় প্রকল্পের পুরো ৪৫ কিলোমিটারের অবস্থাই প্রায় এক রকম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত