নওগাঁয় প্রবাসী নারীর সংবাদ সম্মেলন

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নওগাঁ প্রতিনিধি

নওগাঁর বদলগাছীতে বাড়ির দেয়াল প্লাস্টার করতে বাধা দেয়া ও বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করাসহ বিভিন্ন হুমকি-ধমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক প্রবাসী নারী। সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা সাংবাদিক ইউনিয়নে বদলগাছী উপজেলার ঢেকড়া গ্রামের মৃত- ইব্রাহিম আলী মন্ডলের মেয়ে প্রবাসী নারী সাবিনা ইয়াসমিন (কালমা) এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা পাঁচ বোন। আমাদের কোনো ভাই না থাকায় মা সুফিয়া বিবির সাথে ছোট বোন রওশনারা পারভীন স্থায়ীভাবে বাবার বাড়িতে বসবাস করাসহ স্থাবর অস্থাবর সম্পতি দেখাশোনা করেন। আমি মাঝেমধ্যে ছুটিতে দেশে এলে মা-বোনের সঙ্গে বাবার বাড়িতে অবস্থান করি। গত ৬ মাস থেকে বাড়ির কাজ শুরু করা হয়। সম্প্রতি বাড়ির পেছনে উত্তর পাশের দেয়াল প্লাস্টার করার জন্য রাজমিস্ত্রি লাগানো হয়। রাজমিস্ত্রি কাজ শুরু করলে বাধা প্রদান করেন প্রতিবেশী আব্দুস সাত্তার, তার ছেলে আব্দুস সালাম, আব্দুল গফুরের ছেলে পলাশ হোসেন, তার স্ত্রী স¦প্না খাতুন, তছির উদ্দিন মন্ডলের ছেলে হেলাল, মৃত আশরাফুল ইসলামের ছেলে দুলাল হোসেন ও রাশেদা। এছাড়া তারা বাসার বাড়ির পেছনে আমার বাঁশঝাড় থেকে বাঁশ কেটে বেড়াও দিয়েছে।