ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিরল স্থলবন্দর ও দিনাজপুরে ভিসা প্রসেসিং সেন্টার চালু হবে

বিরল স্থলবন্দর ও দিনাজপুরে ভিসা প্রসেসিং সেন্টার চালু হবে

ভারত বাংলাদেশের সাথে কোনো কিছু পাওয়ার আসায় সুসম্পর্ক করেনি। ভৌগোলিক কারণে আমাদের সাথে বাংলাদেশের যে সম্পর্ক তা হচ্ছে আত্মার আত্মীয়তা। এ সম্পর্ক নাড়ির টানে গড়ে উঠেছে। গত রোববার সন্ধ্যায় দিনাজপুর চেম্বার অব কমার্স মিলনায়তনে চেম্বার নেতা ও ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভায় বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার মনোজ কুমার এ কথা বলেন। তিনি ব্যবসায়ী মহলের সাত দফা সম্বলিত এজেন্ডা সম্পর্কে আশ্বাস দেন যে, পর্যায় ক্রমে তা বাস্তবায়িত করা হবে। তবে এর মধ্যে বিরল স্থলবন্দর চালু ও দিনাজপুরে ভিসা প্রসেসিং সেন্টার অবিলম্বে চালু করা হবে। তিনি বলেন, ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশের শিল্প বাণিজ্যে বিনিয়োগের যে ব্যাপকতা সৃষ্টি করেছে তা অব্যাহত থাকবে। চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন মনোরঞ্জন শীল গোপাল এমপি, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোসাদ্দেক হুসেন চৌধুরী পাপ্পু, জুনিয়র সহ-সভাপতি জর্জিস আনম, চেম্বার নেতা সুজা উর রব চৌধুরী, মোসাদ্দেক হুসেন প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত