কলেজছাত্রের জন্মসনদে ভুল তথ্য

মায়ের থেকে ১৪ ও বাবার থেকে ৪ বছরের বড় ছেলে!

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  খালেকুজ্জামান পান্নু, সাঁথিয়া (পাবনা)

বাবার থেকে ৪ বছর আর মায়ের থেকে ১৪ বছরের বড় হয়েছে ছেলের জন্ম নিবন্ধনে। জন্ম নিবন্ধনে বয়সের এমন ভুল তথ্য লিপিবদ্ধ হওয়ায় নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে কলেজ পড়ুয়া আব্দুস সাত্তারকে। হতে পারছেন না ভোটার। ভুক্তভোগী আব্দুস সাত্তার পাবনার সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পুন্ডুরিয়া গ্রামের আজমত আলীর ছেলে। তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদে নিবন্ধনে বয়স সংশোধনের জন্য আবেদন করে দীর্ঘদিন ঘুরেও কোনো সমাধান পাচ্ছেন না। অভিযোগে জানা যায়, জাতীয় পরিচয়পত্রে সাত্তারের বাবা মো. আজমত আলীর জন্ম তারিখ লিপিবদ্ধ রয়েছে ১৯৫৭ সালের ৮ জানুয়ারি এবং মায়ের বয়স ৩ ফেব্রুয়ারী ১৯৬৭। এদিকে আজমতের ছেলে আব্দুস সাত্তারের জন্মনিবন্ধনে জন্ম তারিখ লিপিবদ্ধ হয়েছে ১৯৫২ সালের ৫ অক্টোবর। অথচ আব্দুস সাত্তারের জেএসসি, এসএসসি, ও এইচএসসি সমমানের শিক্ষা সনদে বয়স রয়েছে ১৬ ডিসেম্বর ২০০৪। সে হিসেবে তার বর্তমান বয়স ১৮ বছর। আব্দুস সাত্তার বলেন, জন্ম নিবন্ধনের তথ্য সংগ্রহ করার সময় সংগ্রহকারীর ভুলে এমন বিড়ম্বনায় পড়তে হচ্ছে আমাকে। গত বছর এলাকায় ভোটার তথ্য সংগ্রহকারীরা তথ্য সংগ্রহ করতে এলে ভোটার হওয়ার জন্য আমার কাছে থাকা সব কাগজপত্র চাইলে জমা দেই তাদের কাছে। যেদিন সবাইকে ভোটারের ছবি তোলার জন্য ডাকা হয় সেদিন আমি ছবি উঠার জন্য গেলে আমারটা বাতিল করে বলা হয় বয়স সংশোধনের জন্য পুনরায় আবেদন করতে।