হতদরিদ্রদের ছাগল বিতরণ

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

ছাগল পালন প্রশিক্ষণ শেষে হতদরিদ্রদের মধ্যে ২০ জোড়া ছাগল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার পার্বতীপুর উপজেলায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় কাম-টু ওয়ার্ক আয়োজিত তিন দিনব্যাপী ছাগল পালন প্রশিক্ষণ শেষে হতদরিদ্র ২০ জন মহিলা পুরুষের হাতে দুটি করে ছাগল বিতরণ করা হয়। উপজেলা প্রাণিসম্পদ বিভাগের ভেটেরিনারি হাসপাতালের সার্জেন্ট ডা. আতিকুর রহমান প্রধান অতিথি হিসেবে ছাগল হস্তান্তর করেন।

উপস্থিত ছিলেন এনজিও কাম-টু ওয়ার্কের প্রশাসনিক কর্মকর্তা (অর্থ) মোকাররম হোসেন মানিক ও সাংবাদিক বদরুদ্দোজা বুলু।