টেন্ডারের ২ বছর পরও শুরু হয়নি স্বাস্থ্য কমপ্লেক্সের কাজ

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কয়রা (খুলনা) প্রতিনিধি

খুলনার কয়রার জায়গীরমহল স্বাস্থ্য কমপ্লেক্সটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ১৯৬৫ সালে স্বাস্থ্যকমপ্লেক্সটি প্রতিষ্ঠার পর ২০১০ সালে দ্বিতল ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ে। দু’বছর আগে কর্তৃপক্ষ স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন ভবন ভেঙে ফেলে নতুন টেন্ডার আহ্বান করে। কিন্তু অদ্যাবধি সেখানে এখনও কাজ শুরু হয়নি। ফলে রোগীর চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। প্রতিদিন শত শত রোগী চিকিৎসার জন্য জায়গীরমহল স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছে বলে জানান বেশ কয়েকজন রোগী। তারা বলেন, হাসপাতালের মূল ভবন ভেঙে ফেলার কারণে পার্শ্ববর্তী একটি ভবনে বেড সংকটের মধ্যে চিকিৎসা নিতে হয়। এ অবস্থায় থাকা, খাওয়া, গোসল, স্যানিটেশনসহ অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ রোগীরা। এছাড়া অফিস চলাকালীন সময়ে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত কয়েকজন ডাক্তাদের বাইরে গিয়ে রোগী দেখা, কনসালটেন্টের প্রায় সময় অনুপস্থিতি, প্রধান সহকারীর নানা অনিয়মের কারণে চিকিৎসা নিতে আসা রোগীদের দুর্ভোগের শিকার হতে হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রেজাউল করিম জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন চারতলা ভবন নির্মাণের জন্য দু’বছর আগে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কিন্তু কি কারণে ঠিকাদারের কাজ শুরু করতে দেরি হচ্ছে তা বোধগম্য নয়। তবে কয়েকদিন আগে ঠিকাদারের লোকজন কিছু পাথরের খোয়া ও বালু নিয়ে এসেছে বলে তিনি জানান। স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. জিয়াউর রহমান জুয়েল বলেন, টেন্ডার হয়েছে অনেক দিন হলো, কিছু মালামাল এনে রাখা হয়েছে। রোগীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে স্বাস্থ্য কমপ্লেক্সটি নির্মাণ করা প্রয়োজন বলে ইউপি চেয়ারম্যান মন্তব্য করেন।