পাওনা টাকার জেরে যুবককে হত্যার অভিযোগ আটক দুই

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পাওনা টাকার জেরে মাহাবুব নামে এক যুবককে রাস্তা থেকে তুলে নিয়ে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়। একপর্যায়ে রাস্তায় তার মৃত্যু হয়। গতকাল মঙ্গলবার স্থানীয় কালীবাড়ি এলাকা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে সিংরাটি এলাকায় পাওয়াদার হাসমত আলী নামে এক ব্যক্তি তার নিজ বাড়িতেই একটি কক্ষে আটকে রেখে তিনিসহ অন্যরা তাকে উপর্যুপরি মারপিট করাসহ ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে। মাহবুব দুপ্তারা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সিংরাটি এলাকার হাজী আব্দুল হানিফার ছেলে। এ ঘটনায় আশপাশের এলাকা থেকে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আড়াইহাজার থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, শুনেছি পাওনা টাকার জেরে কয়েকজন মিলে মাহাবুবকে তুলে নিয়ে যায়। পরে সিংরাটি এলাকায় একটি ঘরে আটককে রেখে তাকে মারধর করা হয়।

একপর্যায়ে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ইসমত আলী এবং পাভেল নামে দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।