লুর্থ্যারান হেলথ কেয়ার কর্মচারীদের মানববন্ধন

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকিতে বিদেশি এনজিও চালিত লুর্থ্যারান হেলথ কেয়ারের নির্বাহী পরিচালক হেলেন রেমার বিরুদ্ধে অন্যায়, অনিয়ম ও অবিচারের অভিযোগ এনে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানের কর্মচারীরা। গত মঙ্গল ও গতকাল বুধবার কেয়ারের উত্তর গেটে থানা ব্রিজ-জামলা সড়কের পাশে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য দেন মো. জসিম উদ্দিন, নিচিন্তা মন্ডল ও নমিতা রানী শীল প্রমুখ। বক্তারা বলেন, লুর্থ্যারান হেলথ কেয়ারের সর্ব ঘোষিত নির্বাহী পরিচালক হেলেন রেমা স্টাফদের বিরুদ্ধে অন্যায়ভাবে মামলা, হামলা, হয়রানি, অবিচার তথা বিনা কারণে জোরপূর্বক বকেয়া বেতনাদি পরিশোধ না করেই চাকরি থেকে বাদ দিতেছেন। প্রায় ১০ মাস ধরে ৫১ জন কর্মচারী অনাহারে অর্ধাহারে বেতন ছাড়া চাকরি করে আসছি। প্রতিবাদ করায় ছয়জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছে এবং তিনজনকে বেতন ভাতাদি পরিশোধ না করেই চাকরি থেকে বরখাস্ত করেছে। পরিচালক হেলেন রেমার অপসারণ না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। পরিচালক হেলেন রেমার সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।