ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কেশবপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের নগদ টাকা প্রদান

কেশবপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের নগদ টাকা প্রদান

যশোরের কেশবপুরে সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্র ছাত্রীদের নগদ টাকা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ট্যাব প্রদান করা হরা হয়েছে। গতকাল বুধবার কেশবপুর উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী অফিসার এমএম আরাফাত হোসেনের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য শাহীন চাকলাদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগদ টাকা ও ট্যাব শিক্ষার্থীদের হাতে তুলে দেন। প্রথম থেকে পঞ্চম শ্রেণির ১০০ জনকে ২ লাখ ৪০ হাজার, পঞ্চম থেকে দশম শ্রেণির ৮০ জনকে ৪ লাখ ৮০ হাজার ও একাদশ থেকে দ্বাদশ শ্রেণির ৩০ জনকে ২ লাখ ৮৮ হাজার নগদ টাকা এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৫২ জন শিক্ষার্থীকে ২৫২ টি ট্যাব প্রদান করা হয়। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমিন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত