ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

গাড়ি আটকে ভ্যাটের টাকা আদায়ের চেষ্টা

গাড়ি আটকে ভ্যাটের টাকা আদায়ের চেষ্টা

ঝিনাইদহের কালীগঞ্জে গতকাল বুধবার ভ্যাটের টাকা আদায়ের নামে ইটবোঝায় ট্রাকটার ও ট্রলি আটকে রাখার খবর পাওয়া গেছে। উপজেলার কালার বাজারের রাব্বি ব্রিকসের ১ হাজার ইটসহ একটি ট্রলি এবং সুগার মিল-সংলগ্ন মল্লিক নগর এলাকায় অবস্থিত মেসার্স এমকেএসএফ অটো ব্রিকস ভাটার ২ হাজার ইটসহ একটি ট্রাকটার আটক করে মোবারকগঞ্জ সুগার মিলের প্রশিক্ষণ ভবন এলাকায় রাখা হয়। খোঁজ নিয়ে জানা যায়, ঝিনাইদহ জেলা ভ্যাট অফিস থেকে আগত কয়েকজন গত ৩০ মার্চের মধ্যে ওই দুই প্রতিষ্ঠানের ভ্যাটের টাকা পরিশোধ না করায় তাদের গাড়ি আটকে রাখা হয়েছে। মোবারকগঞ্জ সুগার মিলের হাবিলদার হেলাল উদ্দিনের তত্ত্বাবধানে ইটবোঝাই গাড়ি দুটি রেখে যান ঝিনাইদহ ভ্যাট অফিস এর সিপাই জহির। ইতিপূর্বে সুগার মিলের ওই একই স্থানে ইটবোঝাই একটি মিনি ট্রাক অপরিত্যাক্ত অবস্থায় দীর্ঘদিন ধরে পড়ে থাকতে দেখা যায়। মেসার্স এমকেএসএফ অটো ব্রিকসের ব্যবস্থাপনা পরিচালক কাওছার আলী জানান, ১ বছরে আমার এই ভাটায় ৭ লাখ ৫০ হাজার টাকা ভ্যাট দিতে হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে বাকি থাকা ভ্যাটের ১ লাখ টাকা পরিশোধ করতে না পারায় দুলালমুন্দিয়া বাজার থেকে আমার ইটবোঝায় একটি ট্রাক ধরে নিয়ে মিলের মধ্যে আটকে রেখেছে। টাকা পরিশোধ করলে গাড়ি ছেড়ে দেবে বলে জানিয়ে গেছে তারা। মোবারকগঞ্জ সুগার মিলের হাবিলদার হেলাল উদ্দিন জানান, ভ্যাট অফিসের লোক এসে স্যারদের সাথে কথা বলে গাড়ি দুটি রেখে গেছে। আর বলে গেছেন গাড়ির মালিকরা গাড়ি নিতে এলে তাদের ফোন করে জানাতে। ঝিনাইদহ ভ্যাট অফিসের সিপাহী জহির জানান, গাড়ি আটকের কোনো জব্দ তালিকা করা হয়নি। গাড়ি আটক করে অন্যত্র রেখে ভ্যাট আদায়ের কোনো নিয়ম আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, আপনি স্যারের সাথে কথা বলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত