ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শক্তি ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

শক্তি ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

‘সবুজায়নে শক্তি’ স্লোগানে মুন্সীগঞ্জ ও টাঙ্গাইলে গতকাল বুধবার শক্তি ফাউন্ডেশনের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর-

মুন্সীগঞ্জ : জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী কমিশনার মো. শামিম মিয়া, সহকারী কমিশনার আহম্মেদ মোফাচ্ছের, ফাউন্ডেশন মাইক্রোফিন্যান্স প্রোগ্রাম পরিচালক কামরুল হাসান, সহকারী পরিচালক (হেলথ) প্রোগ্রামার ফাতেমা চৌধুরী, মুন্সীগঞ্জ রিজিওন (হেড) মো. মিজানুর রহমান, এরিয়া সুপারভাইজার নির্মল জয়ধর।

টাঙ্গাইল : টাঙ্গাইল সার্কিট হাউজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান। উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শামীমা আক্তার রিনি, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নাফিসা আক্তার, নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ ভৌমিক, শক্তি ফাউন্ডেশনের প্রশাসনিক বিভাগের প্রধান মো. শরীফুল ইসলাম, সিনিয়র ম্যানেজার মো. তামিমুল ইসলাম, টাঙ্গাইল রিজিয়নের প্রধান মো. শফিকুল ইসলাম, ফাইন্যান্স সুপারভাইজার মো. মিণ্টু মিয়া, আইসিটি বিভাগের হাসেম মাহমুদ, এরিয়া সুপারভাইজার মো. আয়াতুল্লাহ প্রমুখ। শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়, জেলা প্রশাসকের বাসভবন, অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) বাসভবন প্রভৃতি স্থানে ৫০টি ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। শক্তি ফাউন্ডেশন দেশের ৫৫ জেলায় ৩ হাজার ১০০টি বিভিন্ন গাছের চারা রোপণ করছে। সংগঠনটি স্মার্ট বাংলাদেশ গঠনে স্বাস্থ্য সেবা ও সুরক্ষা, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন, আর্থ-সামাজিক উন্নয়ন, উদ্যোক্তা তৈরি ও প্রশিক্ষণের মাধ্যমে ভূমিকা রাখছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত