ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

৫ ডাকাত ও মানবপাচারকারী সোয়া কোটি টাকাসহ গ্রেপ্তার

৫ ডাকাত ও মানবপাচারকারী সোয়া কোটি টাকাসহ গ্রেপ্তার

সোহেল ওরফে ক্যাম্বেলসহ আন্তঃজেলা ছিনতাইকারী ও সংঘবদ্ধ ডাকাত চক্রের ৫ সদস্যকে হত্যা, ব্যাংক ডাকাতিসহ মানবপাচারকারী চক্রের হোতা জাহাঙ্গীর হোসেনকে বেশ কয়েকটি পাসপোর্ট ও প্রায় সোয়া কোটি টাকাসহ গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দল নগরীর দক্ষিণ চর্থা থিরাপুকুরপাড় ও আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ঘোড়ামারা এলাকায় পৃথক এ অভিযান পরিচালনা করে। গতকাল বৃহস্পতিবার কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে কুমিল্লা পুলিশ সুপার আবদুল মান্নান সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান, রাজন দাস, ডিবির ওসি রাজেশ বড়ুয়া।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত বুধবার গভীর রাতে নগরীর দক্ষিণ চর্থা থিরাপুকুরপাড় এলাকায় ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এসময় ডাকাত দলের সদস্য নগরীর দক্ষিণ চর্থা এলাকার বাসিন্দা চুরি, ডাকাতি, ছিনতাইসহ ১৭ মামলার আসামি মো. সোহেল ওরফে ক্যাম্বেল, তার সহযোগী মো. কাউছার, ব্যাংক ডাকাতিসহ ৯ মামলার আসামি উত্তর চর্থার মো. রুবেল, গোলাবাড়ি এলাকার ইমরান হোসেন, সুবর্ণপুরের তারিকুল ইসলাম ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি পাইপ গানসহ দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এছাড়া একই রাতে জেলা ডিবি পুলিশের অপর একটি দল লালমাই উপজেলার জয়নগর গ্রামে পৃথক অভিযান পরিচালনা করে। এসময় মানবপাচারকারী চক্রের হোতা জয়নগর গ্রামের মো. মুকছুদ আলীর ছেলে জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার ঘরে তল্লাশী চালিয়ে তুষের বস্তায় ও ঘরের বিভিন্ন স্থানে বিশেষ কায়দায় লুকানো নগদ ১ কোটি ১৩ লাখ ২৬ হাজার ১শ টাকা, ৭টি পাসপোর্ট, এক হাজার টাকার ২০টি জালনোট, ৫ হাজার ১০০ ইউএস ডলারসহ বিভিন্ন দেশের মুদ্রা উদ্ধার করা হয়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী ফয়েজ মিয়া, আবুল হাসেম, বাবুল মীর পালিয়ে যায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত