ইটভাটার তাপে পুড়ছে ধান

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ধোবাউড়ায় ইটভাটা থেকে নির্গত বিষাক্ত গ্যাসে পুড়েছে কৃষকের ফসলি জমির ধান। এতে প্রায় অর্ধশত একর জমির ধান নষ্ট হওয়ার আশঙ্কায় রয়েছেন সাধারণ কৃষক। এ ঘটনায় ক্ষতিপূরণ দাবি করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় কৃষক। অনেক কৃষক ঋণ নিয়ে ধান রোপণ করেছেন। ঋণ কীভাবে পরিশোধ করবেন সেই চিন্তাই মাথায় ভাত তাদের। কৃষক হারুন মিয়া বলেন, আমার একমাত্র সম্বল ৯ কাটা জমি পুড়েছে। জমির ফসল দিয়ে পরিবার নিয়ে চলতাম। এখন আমি কীভাবে চলব। কৃষক এমদাদুল হক খান পাঠান বলেন, আমার ১ একর জমির ধান নষ্ট হয়েছে। আমার মতো আরো অসংখ্য কৃষকের ফসল পুড়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ক্ষতিগ্রস্ত ফসলি জমি পরিদর্শন করে উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিন, কৃষি কর্মকর্তা গোলাম সারোয়ার তুষার। ধান পুড়ে যাওয়ার ব্যাপারে সততা বিক্রস এর ম্যানেজার নজরুল ইসলাম বলেন, ইটভাটার গ্যাসে নয় রোগ কিংবা প্রাকৃতিক দুর্যোগে এমন হতে পারে। এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিন বলেন ও উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম বলেন, আমরা ক্ষতিগ্রস্ত ফসল পরিদর্শন করেছি।