ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সাংবাদিককে হত্যাচেষ্টা

জড়িতদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

জড়িতদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলা টিভির সাংবাদিক সোহেল কিরণকে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন পালন করেছেন স্থানীয় সাংবাদিকসহ সর্বস্তরের জনগণ। গতকাল বৃহস্পতিবার উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন মায়ারবাড়ী এলাকায় মানববন্ধন হয়। উপস্থিত ছিলেন রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর আব্দুল আলীম, বাংলাদেশ প্রতিদিনের চিফ রিপোর্টার মঞ্জুরুল ইসলাম, সাংবাদিক সাত্তার আলী হোসেন, জয়নাল আবেদীন জয়, রিয়াজ হোসেন, আহত সাংবাদিক সোহেল কিরনে পিতা আব্দুল হান্নান, মামলার বাদী সাহেল মাহমুদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, স্থানীয় বিভিন্ন পেশার মানুষেরা।

এ সময় সোহেল কিরনের পিতা ও সাংবাদিকরা বলেন, সংবাদ প্রকাশের জেরে দেশে আজ সাংবাদিকদেরা বিভিন্ন সময় হামলা ও নির্যাতনের শিকার হচ্ছে। বাংলা টিভির সোহেল কিরনও স্থানীয় কলির বাহিনীর হাতে হামলার শিকার হয়েছে। তার অবস্থা এখনো আশংকাজনক। এ ঘটনায় আহতের ছোট ভাই বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। কিন্তু ঘটনার দুই দিন অতিবাহিত হলেও পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। অনতিবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি চেয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত