লালমনিরহাটের এক বিদ্যালয়ে দুই প্রধান শিক্ষক

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কাজী শাহ্ আলম, হাতীবান্ধা (লালমনিরহাট)

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি সম্প্রতি এমপিওভুক্ত হওয়ার পরই ফোঁসে উঠেছে দুই প্রধান শিক্ষক। তাদের মধ্যে চলছে বৈধতার যুদ্ধ। আর কে হবে বৈধ প্রধান শিক্ষক এ নিয়ে শিক্ষার্থী, অভিভাবকসহ সচেতন মহলে চলছে নানা প্রশ্ন? জানা গেছে, উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল গ্রামে বিগত ১৯৯৯ সালে জমি দাতা মো. নাসির উদ্দিন ও তৎকালীন জাতীয় সংসদ সদস্য ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম জয়নুল আবেদীন সরকারের যৌথ উদ্যোগে আমঝোল নিম্ন মাধ্যমিক বিদ্যালয় স্থাপিত হয়। সে সময় ২০/০৮/১৯৯৯ তারিখে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির অনুষ্ঠিত ০২/৯৯ নং সভার সিদ্ধান্ত মোতাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে মো. আবুল হোসেনকে নিয়োগ করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে বিদ্যালয় পরিচালনায় তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতিসহ অর্থ আত্মসাতের একাধিক বার অভিযোগ হয়। অভিযোগ সমূহ কমিটি তদন্ত ও সত্যতা যাচাই অন্তে কমিটি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল হোসেন কে জবাব দাখিলের জন্য একাধিকবার নোটিশ প্রেরণ করে কোনরূপ সন্তোষজনক জবাব না পাওয়ায় শেষে বিধি মোতাবেক গত ১৮/১২/২০১০ ইং তারিখে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির অনুষ্ঠিত ০৯/১০ নং সভার সিদ্ধান্ত মোতাবেক আবুল হোসেনকে চূড়ান্তভাবে বরখাস্ত করে। ১৭/১০/২০০১ ইং তারিখে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির অনুষ্ঠিত ০৫ নং সভার সিদ্ধান্ত সাপেক্ষে সহকারী শিক্ষক আজিজুল ইসলামকে প্রধান শিক্ষক নিয়োগ দেন কমিটি। এরপর থেকে সৃষ্টি হয় দুইপক্ষের যুদ্ধ। আজোবধি এ যুদ্ধে কেউ কাউকে ছাড় দিচ্ছে না, বিজয়ী হতে নিম্ন থেকে উচ্চ আদালতে চালিয়ে যাচ্ছেন একের পর এক মামলা। এতে একদিকে যেমন অফিশিয়ালসহ সার্বিক কার্যে সৃষ্টি হয়েছে জটিলতা। অপরদিকে দীর্ঘ দিন যাবত আদালতে একের পর এক মামলা চলমান থাকা এক পর্যায়ে সম্প্রতি বিদ্যালয়টি এমপিওভুক্তির গেজেট তালিকা প্রকাশ হলে নিজেকে প্রধান শিক্ষক হিসেবে জাহির করতে অভিযোগ করেন একে অপরের বিরুদ্ধে।