কাউখালীতে বিদ্যালয়ের মাঠে পাকঘর নির্মাণ

শিক্ষার্থীরা স্বাস্থ্য ঝুঁকিতে

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

কাউখালীতে বিদ্যালয়ের মাঠে প্রভাব শালীর পাকঘর নির্মাণে শিক্ষার্থীরা চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ২নং আমারাজুড়ী ইউনিয়নের কুমিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রতিবেশী প্রভাবশালী গোপাল চন্দ্র একটি পাকঘর নির্মাণ করে। ফলে পাকের ঘরে রান্নার সময় চুলার ধোঁয়ায় শিক্ষার্থীদের চোখ জ্বালাপোড়া করে এবং অনেক শিক্ষার্থীর শ্বাসকষ্ট হয়। যার ফলে শ্রেণিকক্ষের পাঠদান ব্যাহত হচ্ছে বলে অভিযোগে করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহানা আক্তার। এছাড়াও বিদ্যালয়ের মাঠে একটি রিংস্লাপের টয়েলেট রয়েছে। যার দুর্গন্ধে শ্রেণিকক্ষের কর্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়। এ বিষয়ে বহুবার নিষেধ করেও কর্ণপাত না করায় উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে একটি লিখিত অভিযোগ করেন প্রধান শিক্ষক সাহানা আক্তার। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, তিনি উপজেলা প্রশাসনের নিকট কয়েকবার অভিযোগ দিলেও এখন পর্যন্ত কোন সুরাহ হয়নি। বর্তমানে শিক্ষার্থীরা চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা জানান, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।