ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

৫ বছর ধরে ভাঙা সেতু

দুর্ভোগে ২০ হাজার মানুষ

দুর্ভোগে ২০ হাজার মানুষ

জামালপুরের মেলান্দহ উপজেলার কাটাখালী নদীর ওপর নির্মিত সেতুটি পাঁচ বছর আগে বন্যার পানির প্রবল স্রোতে ভেঙে গেছে। পাঁচ বছরেও সেতুটি পুনর্নির্মাণ হয়নি। এতে ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীসহ হাজারও মানুষ। ভাঙা সেতুটি মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের পাঠানপাড়া এলাকায় কাটাখালী নদীর উপর অবস্থিত। স্থানীয়রা জানান, ২০১৮ সালের বন্যায় পানির প্রবল স্রোতে কাটাখালী নদীর ওপর নির্মিত সেতুটির মাঝের অংশ ভেঙে নদীতে পড়ে যায়। প্রায় ৫ বছর কেটে গেলেও ওই স্থানে নতুন করে সেতু নির্মাণ হয়নি। এতে সেতুর আশপাশের গ্রামের অন্তত ২০ হাজার মানুষ দুর্ভোগে পড়েছে।

সরেজমিন দেখা যায়, কাটাখালী নদীর ওপরের সেতুটির মাঝের অংশ ভেঙে পড়েছে। ব্রিজের ওপরে রেলিং ভেঙে বেরিয়ে থাকা রড বের করে নিয়ে গেছে অনেকেই। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেতুটি ভাঙার সাড়ে পাঁচ বছর পার হলেও এখনো সংস্কার বা পুনর্নির্মাণ করা হয়নি। ফলে স্থানীয়রা পড়েছেন চরম দুর্ভোগ ও ভোগান্তিতে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত