ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নেশার টাকা জোগাতে ছাগল চুরি, আটক চার

নেশার টাকা জোগাতে ছাগল চুরি, আটক চার

যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নে গতকাল শনিবার নেশার টাকা জোগাতে ছাগল চুরি করে বিক্রির সময় চার কিশোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। আটক চারজন হলো- উপজেলার বারান্দি গ্রামের রাজবংশি পাড়ার রবিন বৈরাগীর ছেলে সুজয় বৈরাগী, জগনাথ রায়ের ছেলে মহানন্দ রায়, বাশান বিশ্বাসের ছেলে জয় বিশ্বাস ও দেবানন্দ রায়ের ছেলে দ্বীপ রায়। জানা গেছে, চার কিশোর একটি দাড়ি ছাগল বিক্রির জন্য সুন্দলী বাজারে নিয়ে যায়। প্রদ্যুত নামে এক কাঁচামাল ব্যবসায়ী ছাগলটি কিনতে চাইলে তারা পাঁচ হাজার টাকা দাবি করে। দর কষাকষির এক পর্যায়ে ১৫০০ টাকায় ছাগল বিক্রি করতে রাজি হয় তারা। বিষয়টি সন্দেহ হলে ওই ব্যবসায়ী ছাগল আটকে রেখে বাজারের লোকজন ডাকেন। আটক চার কিশোর জানায়, তারা নেশার টাকা জোগাড় করতে নিজ গ্রাম থেকে ছাগল চুরি করে সুন্দলী বাজারে বিক্রির জন্য নিয়েছিল। ছাগলের মালিক উপজেলার বারান্দি গ্রামের মাসুদ মোল্যা জানান, বাড়ির সামনে থেকে তার দাড়ি ছাগল হারিয়ে যায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত