ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

হরিণ শিকারের প্রস্তুতিকালে ৩ শিকারি আটক

হরিণ শিকারের প্রস্তুতিকালে ৩ শিকারি আটক

ঈদুল ফিতরকে সামনে রেখে সুন্দরবনে চোরা শিকারিদের তৎপরতা বেড়েছে। তৎপর রয়েছে বন বিভাগও। গতকাল শনিবার সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সুন্দরবনের একমাত্র বণ্যপ্রাণি প্রজনন এলাকায় হরিণ ও মাছ শিকারের প্রস্তুতিকালে তিন চোরা শিকারিকে আটক করেছে বন বিভাগ। এ সময় আটকদের কাছ থেকে হরিণ শিকারের ফাঁদ, মাছ শিকারের অবৈধ নেট জাল, ড্রাম, চার পিস সুন্দরী কাঠ ও একটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়। আটকরা হলেন- বাগেরহাটের মংলা উপজেলার কেওড়াবুনিয়া গ্রামের মোবারক শেখের ছেলে মো. অসীম শেখ, দক্ষিণ কানমারি গ্রামের খলিল শিকারির ছেলে মো. জাকির হোসেন শিকারি ও চিলা গ্রামের মিঠু নাথের ছেলে সাগর নাথ। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগাওে পাঠানো হয়েছে বলে জাানায় বন বিভাগ।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মাহবুব হাসান বলেন, অবৈধভাবে সুন্দরবনের অভ্যন্তরে ঢুকে হরিণ শিকার ও মাছ শিকারের পাঁয়তারা করছিল তিন হরিণ শিকারি। করমজল বন্যপ্রাণি প্রজনন কেন্দ্র সংলগ্ন ৮ নাম্বার খালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের কাছে সুন্দরবনে প্রবেশের কোন পাস-পারমিট ছিল না বলে জানান এই কর্মকর্তা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত