বিএনপির অবস্থান কর্মসূচি পালন

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

তেল, গ্যাস-বিদ্যুৎ, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিসহ ১০ দফা বাস্তবায়নের লক্ষে গতকাল শনিবার বিএনপি গতকাল শনিবার অবস্থান কর্মসূচি পালন করেছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

শেরপুর : বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির আয়োজনে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। শহরের মাধবপুরস্থ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলীর বাস ভবনে এ কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি হাতেম আলী, শহর বিএনপির সভাপতি মামুনুর রশিদ পলাশ, সাধারণ সম্পাদক আবু রায়হান রূপন, আতাহার আলী, ফরহাদ আলীসহ বিভিন্ন অঙ্গ দলের নেতাকর্মীরা।

মুন্সীগঞ্জ : জেলা বিএনপি এই অবস্থান কর্মসূচি পালন করেছে। শহরের উপকণ্ঠের মুক্তারপুর এলাকার গোসাইবাগ সদর উপজেলা বিএনপির কার্যালয় সংলগ্নে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। ওই সময় অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. মহিউদ্দিন। এসময় উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক একেএম ইরাদত হোসেন মানু, মুন্সীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব-উল-আলম স্বপন, জেলা যুবদলের সদস্য সচিব মাসুদ রানা, সাবেক জেলা যুবদল সভাপতি তারেক কাশেম খান মুকুল, মো. শাহিন মিয়া, জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাশেম, যুবদল নেতা তাইজুল ইসলাম বাদশা, শহর সেচ্ছাসেবক দলের আহব্বায়ক পলাশ মাহমুদ ও সদস্য সচিব মো: সুয়েল সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

শরীয়তপুর : সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপুর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি শাহ মো: আব্দুস সালাম, অ্যাড. জাহাঙ্গীর আলম কাশেম, বিএম হারুন অর রশিদ, পৌরসভা বিএনপির সভাপতি এ্যাড. লুৎফর রহমান ঢালী, জেলা বিএনপির দপ্তর সম্পাদক এড. কামরুল হাসান, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সী, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. এনামুল হক, যুবদল নেতা আজাদ মাল, ছাত্রদল নেতা পান্থ প্রমুখ। এছাড়াও গোসাইরহাট উপজেলায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলামের নেতৃত্বে গোসাইরহাট দাসেরজঙ্গল এলাকায় অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে। এসময় গোসাইরহাট পৌরসভা বিএনপির সভাপতি হাবিবুর রহমান ঘরামী সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্যামনগর (সাতক্ষীরা) : শ্যামনগর থানা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে বেলা ৩টায় ঈশ্বরীপুর হাট খোলায় অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথী হিসাবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক সাবেক পিপি অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী বিশেষ অতিথি ছিলেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম. সোলায়মান কবীর, সাবেক সাধারণ সম্পাদক ডি এম আব্দুস সামাদ, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলী বাবু, জেলা বিএনপি নেতা আশেক এলাহী মুন্না, আবুল খায়ের, বিএনপি নেতা আলমগীর সিদ্দিকী, অ্যাড. আব্দুর রশিদ, শাহ আলম, ডিএম মফিজ, আক্তার ফারুকসহ জেলা উপজেলা বিএনপির নেতারা। প্রধান অতিথি বলেন, সারাদেশে আজ মানুষ না খেয়ে দিন কাটাচ্ছে, দ্রব্যমূল্য আজ মানুষের নাগালের বাইরে। সারাদেশ আজ দুর্নীতিতে ভরে গেছে। কোন মানুষ আজ নিরাপদে বসবাস করতে পারছে না। বক্তারা বলেন, এই জালেম সরকারকে যেকোনো মূল্যে হটাতে আমরা প্রস্তুত।

রাজাপুর (ঝালকাঠি) : উপজেলা সদরের বাইপাস মোড় বিএনপির প্রধান কার্যালয়ের সামনে ঝালকাঠি-ভান্ডারিয়া মহাসড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এ সময় কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি তালুকদার অ্যাড. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মো, নাসিম উদ্দিন আকন, সহ-সভাপতি মনিরউজ্জামান লাভলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবু রতন দেবনাথ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. আনোয়ার পাশা নিপু প্রমুখ। এছাড়াও উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, চাল-ডাল-তেল-কৃষি উপকরণ ও শিক্ষা উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দিতে হবে। যতক্ষণে আমাদের এই দাবি মেনে নেও না হবে, ততদিন এ আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

মধুখালী (ফরিদপুর) : মধুখালীতে বেলা তিনটায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে অবস্থান কর্মসূচি পালন করেছেন। উপজেলা বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরানের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আলহাজ জহিরুল হক শাহাজাদা মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন। উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক হায়দার আলী মোল্যার সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম, আবুল কাশেম আবুল, শাহাবুদ্দিন আহম্মেদ সতেজ, আব্দুল আলীম মানিক, এস এম মুক্তার হোসেন, জহিরুল ইসলাম, সাদ্দাম আরেফীন, সেতু প্রমুখ। পরে উপজেলা মাল্টিপারপাস হলো বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

দুমকি (পটুয়াখালী) : উপজেলার গ্রামীণ ব্যাংক সড়কের বিএনপি কার্যালয়ের সামনে উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মো. সাইফুল আলম মৃধার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-প্রচার সম্পাদক মো. আসাদুল করীম শাহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির অন্যতম সদস্য মো. দেলোয়ার হোসেন খান নান্নু, খন্দকার ইমাম হোসেন, জিএস বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল হক হাওলাদার, সাবেক প্রচার সম্পাদক মো. মেহেদী হাসান মিন্টু, সাবেক যুগ্ম আহবায়ক ও মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. তরিকুল ইসলাম খান, উপজেলা যুবদলের আহবায়ক মো. জসিম উদ্দিন হাওলাদার, সদস্য সচিব মো. সালাউদ্দিন রিপন শরীফ, সেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ অহিদুল ইসলাম, সদস্য সচিব মো. মাসুদুল আলম মৃধা, শ্রমিকদলের আহবায়ক মো. জাফর আকন, সদস্য সচিব মো. ফারুক হোসেন, কৃষক দলের আহবায়ক মো. জাহাঙ্গীর হোসেন, ছাত্র দলের আহবায়ক গোলাম সরোয়ার, সদস্য সচিব মো. সুমন শরিফ প্রমুখ।

কেশবপুর (যশোর) : কেশবপুর উপজেলা বিএনপির উদ্যোগে শহরে বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণে অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমানের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু। প্রধান বক্তা যশোর জেলা শাখা ও কেশবপুর উপজেলা এবং পৌর বিএনপির কমিটি পুনর্গঠনের দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক কমিটির সদস্য মারুফুল ইসলাম।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদুজ্জামান মাসুদের সঞ্চালনায় কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলাউদ্দীন আলা ও পৌর বিএনপির সহসভাপতি কুতুব উদ্দীন বিশ্বাস।