ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২৭ বছর পর গ্রেপ্তার

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২৭ বছর পর গ্রেপ্তার

ময়মনসিংহের ভালুকায় স্ত্রীকে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি কামাল হোসেনকে ২৭ বছর গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে গাজীপুর মেট্রোপলিটনের কাশিমপুর থানা এলাকা থেকে এসআই কাজল হোসেন, এসআই নজরুল ইসলাম, এএসআই পাইলট ভৌমিকের নেতৃত্বে ভালুকা মডেল থানা পুলিশ কামালকে গ্রেপ্তার করেন। গত শুক্রবার পুলিশ প্রেস ব্রিফিং ডেকে বিষয়টি নিশ্চিত করেছে। ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, ১৯৯৬ সালে আসামি কামাল হোসেনের বাবা আ. রাজ্জাক ভরাডোবা বাজারে একটি রাইস মিলে চাকরি করত। সেই সুবাদে আসামি কামাল হোসেন নিজ বাড়ি হতে তার পিতার নিকট আসা যাওয়ার সময় ভিকটিম সুরাইয়া খাতুনের সঙ্গে পরিচয় হয়। এই পরিচয়ের সূত্র ধরে উভয় পরিবারের সম্মতি ব্যতীত তারা বিবাহে আবদ্ধ হয়। পরে পারিবারিক কলহের জেরে ভিকটিম সুরাইয়া খাতুন ১৯৯৬ সালের ১৫ মার্চ নিখোঁজ হলে এর ৭ দিন পর ২২ মার্চ ভালুকা উপজেলার পুরুড়া নারাংঙ্গীপাড়া কুদ্দুস মিয়ার বাড়ির পাশে টয়লেটের গর্তের ভেতর বস্তাবন্দি অবস্থায় থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে কামালসহ ৭ জনের নাম উল্লেখ করে ভালুকা মডেল থানায় একটি হত্যা মামলা করেন। সেই মামলায় ২০১৯ সালের ২১ জুলাই বিজ্ঞ আদালত পেনাল কোডের ৩০২ ধারায় কামাল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন। পেনাল কোডের ২০১ ধারায় আসামি কামাল হোসেনের বিরুদ্ধে দুই বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ০৩ মাসের জেল প্রদান করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত