ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ব্যক্তি উদ্যোগে সড়ক নির্মাণ

ব্যক্তি উদ্যোগে সড়ক নির্মাণ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে গ্রামবাসীর দীর্ঘদিনের সড়ক নির্মাণের দাবি পূরণ করছে ইউপি চেয়ারম্যান। গতকাল রোববার উপজেলার সোনারং টঙ্গীবাড়ী ইউনিয়নের আমতলী সেগুনতলা এলাকায় ১ হাজার পরিবারের যাতায়াতের জন্য প্রায় ১ কিলোমিটার কাঁচামাটির সড়ক নির্মাণ কাজ উদ্বোধন করেন সোনারং-টঙ্গীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন লিটন মাঝি। স্থানীয় বাসিন্দা হুমায়ন সরদার জানান, ইউপি চেয়ারম্যান ও গ্রামবাসীর উদ্যোগে সড়কের নির্মাণ কাজ শুরু হয়েছে। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। সড়কটি নির্মাণ হলে প্রায় ১ হাজার পরিবারের লোকজন যাতায়াতের সুবিধা পাবে। এতে করে এ অঞ্চলের কৃষক সহজেই তার চাষাবাদের ফসল পরিবহণে নিয়ে যেতে পারবে। তিনি আরও জানান, ৩০ বছর ধরে সড়কটি নির্মাণের চেষ্টা করেও আমরা ব্যর্থ হই। অবশেষে চেয়ারম্যান বেলায়েত হোসেন লিটন মাঝির কাছে গ্রামবাসী সড়ক নির্মাণের দাবি জানালে তিনি সড়ক নির্মাণের কাজ শুরু করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগ সাবেক সহ-সভাপতি মানিক মিয়া বাচ্চু মাঝি, সোনারং টঙ্গীবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাহাত খান রুবেল, টঙ্গীবাড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু বক্কর মাঝি, আওয়ামী লীগ নেতা এম মিজান সরদার, ইউপি সদস্য মো. রুহুল আমিন, মো. দেলোয়ার শিকদার, মহিলা ইউপি সদস্য হেনা বেগম, সমাজসেবক ইসহাক মাঝি, মো. লাল মিয়া তালুকদার, জাহাঙ্গীর শেখ, বাদল মিঝি, দেলোয়ার মিঝি, মনির মিঝি, লালমিয়া বেপারী, চাঁনমিয়া বেপারী প্রমুখ। সড়কটি সেগুনতলা মিজি বাড়ি হয়ে টঙ্গীবাড়ী বালিগাঁও প্রধান সড়কে গিয়ে শেষ হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত