পরীক্ষার সময়ে বাণিজ্যমেলা

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নীলফামারী প্রতিনিধি

শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা যখন দোড়গোড়ায়, তখন বাণিজ্যমেলার আয়োজন নিয়ে তৎপর হয়ে উঠেছে সমাজের ক্ষতিকারক শ্রেণির লোকজন। মহামারি করোনা কাটিয়ে কোমলমতি শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে সরকার যখন নানা উদ্যোগে নিচ্ছে, তখন এসএসসি পরীক্ষার সময় নীলফামারীতে বাণিজ্য মেলার আয়োজন নিয়ে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে অভিভাবকদের মাঝে। সূত্র জানায়, নীলফামারী চেম্বার অব কমার্স কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সব মহলকে পাশ কাটিয়ে নীলফামারী টাউন ক্লাব মাঠের বিরাট এলাকা ঘিরে মেলার প্রস্তুতি নেয়ায় এসএসসি পরীক্ষার্থী অভিভাবক মহল ও স্থানীয় সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। আগামী ৩০ এপ্রিল থেকে দেশে এসএসসি পরীক্ষা শুরু হবে। পরীক্ষার মূল কেন্দ্র নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাত্র ৪০ গজ এবং উপকেন্দ্র রাবেয়া বালিকা বিদ্যা নিকেতন ও ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে মাত্র ৫০-৬০ গজ দূরে এ মেলার আয়োজন নিয়ে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। অথচ চেম্বার কর্তৃপক্ষ মে মাসের শুরু থেকেই মেলা আয়োজনের উদ্যোগ নিয়ে মোটা অংকের টাকায় মেলা বেচে দিয়েছে দিনাজপুরের পার্টির কাছে। এ ঘটনায় অভিভাবকরা স্থানীয় এমপি আসাদুজ্জামান নূরসহ বিভিন্ন দপ্তরে পরীক্ষার সময় মেলা আয়োজন বন্ধের দাবি জানিয়ে লিখিত আবেদন করেছেন। জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বলেন, মেলার ব্যাপারে তিনি কিছুই জানেন না। একইভাবে অন্ধকারে রয়েছেন, নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদেও। তিনিও নাকি কিছুই জানেন না।