আগুনে প্রাণ গেল শিশুর

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

পাবনার সাঁথিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি বসতঘরসহ মারিয়া নামের এক শিশু নানা বাড়ি বেড়াতে এসে পুড়ে ছাই হয়ে গেছে। শিশুটি উপজেলার ভূলবাড়িয়া ইউনিয়নের গয়েশবারিয়া গ্রামের রুবেল হোসেনের মেয়ে। গতকাল রোববার ধুলাউড়ি ইউনিয়নের বিলচাপড়ি গ্রামের মোকছেদ প্রামাণিকের বাড়িতে এ ঘটনা ঘটে। আগুনে নগদ টাকা, পাট, পেঁয়াজ, ধান ও ঘরে রক্ষিত মালামালসহ দুই ভাইয়ের প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানায়। স্থানীয়রা কেউ কেউ বলছে, ঘরের বৈদ্যুতিক তার ছিদ্র হয়ে পাটে আগুন ধরে যায়, আবার কেউ বলছে বাচ্চারা ঘরে আগুন দিয়ে খেলা করছিল সেখান থেকেও আগুন ধরতে পারে। রিপোর্ট লেখা পর্যন্ত আগুনের সঠিক কারণ জানা যায়নি। বাড়ির মালিক মোকছেদ জানান, তার প্রায় নগদ দেড় লাখ টাকা, ১৬০ মণ পেঁয়াজ, ৬০ মণ পাট, ২৫ মণ ধানসহ তাদের দুই ভাইয়ের ঘর ও মালামাল পুড়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ধুলাউড়ি ইউনিয়নের চেয়ারম্যান জরিফ আহমেদ বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। লাশটি তার বাবা বাড়ি নিয়ে গেছেন।

সাঁথিয়া ফায়ার সার্ভিসের সাব অফিসার আব্দুল মান্নান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।