তীব্র তাপদাহেও জমজমাট ঈদবাজার

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলমাস আলী, ঈশ্বরদী (পাবনা)

ঈদের আরো দু’সপ্তাহের মতো সময় বাকি। এরই মধ্যে জমে উঠেছে পাবনার ঈশ্বরদীতে ঈদ বাজার। ফুটপাত থেকে শুরু করে অভিজাত বিপণিবিতানগুলোতেও উৎসবমুখর পরিবেশ। জাঁকজমক করেই সাজানো হয়েছে অধিকাংশ শপিং মল। ক্রেতারাও কেনাকাটায় পিছিয়ে নেই। রমজানের শুরু থেকেই বাহারি রং ও ডিজাইনের পোশাকে ভরে উঠেছে শপিং সেন্টার, শোরুমগুলো। ঈদে ছেলেদের পাঞ্জাবি, মেয়েদের চাই থ্রিপিস, শাড়ি, চুড়ি। এগুলো দিয়েই শুরু হয়েছে শপিং সেন্টারের শোরুমগুলো। জাকের সুপার মার্কেট, গোপাল সুপার মার্কেট, মনির প্লাজা, বঙ্গবন্ধু সুপার মার্কেট, পৌর সুপার মার্কেট, খন্দকার মার্কেট থেকে শুরু করে ঈশ্বরদী বাজারের অলিগলি ফুটপাতে চলছে উৎসবমুখর পরিবেশে কেনাকাটা। গতকাল রোববার সরেজমিন একাধিক মার্কেট ঘুরে দেখা গেছে, বাহারি রঙের বৈচিত্র্যময় পোশাকে দোকানগুলো সাজিয়েছেন ব্যবসায়ীরা। একেক পোশাকের একেক নাম দেয়া হয়েছে। ক্রেতাদের বেশিরভাগই কিশোর-কিশোরী ও তরুণ-তরুণী। শিশু শিক্ষার্থী মাহিনুর ফরাজী জানায়, নিজের পছন্দ মতো পোশাক পেয়ে সে আনন্দিত ও উৎফুল্লিত। ঈশ্বরদী শহরের কলেজ রোডের বাসিন্দা শারমিন শিকদার বলেন, ঈদকে কেন্দ্র করে মার্কেটগুলোতে দোকানিরা নিজেদের ইচ্ছেমতো দাম নিচ্ছেন। এ রকম পরিস্থিতিতে সবচেয়ে সমস্যায় পড়তে হচ্ছে আমাদের মতো মধ্যবিত্তদের। ফলে বেশি দামেই পোশাক কিনতে হচ্ছে। বিক্রেতারা জানান, রমজানের শুরুতে বেচাকেনার অবস্থা খুবই খারাপ ছিল। নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির কারণে ভেবেছিলাম এবার পোশাকের বেচাকেনা খুব একটা ভালো হবে না।