ঈদবাজারে ক্রেতার উপচেপড়া ভিড়

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

ঈদকে সামনে রেখে জমে উঠেছে চৌদ্দগ্রামের ঈদ বাজার। উপজেলার চৌদ্দগ্রাম বাজার, বিভিন্ন ইউনিয়নভিত্তিক হাট-বাজারগুলোতে প্রতিনিয়ত বাড়ছে ক্রেতাদের ভিড়। উপজেলার সবচেয়ে বড় এবং জনপ্রিয় বাজার চৌদ্দগ্রাম বাজারের বিপণিবিতান, শর্পিং কমপ্লেক্স থেকে শুরু করে ফুটপাতের হকারের দোকান পর্যন্ত সর্বত্র বিরাজ করছে সাজসাজ রব। ক্রেতা-বিক্রেতাদের উপচেপড়া ভিড় ও পদচারণায় মুখরিত বাজারের প্রায় প্রত্যেকটি মার্কেট। বাজারের অন্যতম প্রধান গলি ওয়াপদা রোড, মুন্সী বাড়ি সড়কে মানুষের জ্যাম পেরিয়ে মার্কেটের ভেতরে প্রবেশ করাই বড় দায়। গতকাল সোমবার সরজমিন দেখে যায়, বাজারের সওদাগর মার্কেট, গণি প্লাজা, চৌদ্দগ্রাম প্লাজা, মুন্সি প্লাজা, ওহাব মার্কেট, গাজী টাওয়ার, আল হাফিজ শপিং কমপ্লেক্স, শামিম খাঁন প্লাজা, ভাই-ভাই মার্কেট, আব্দুল জলিল মার্কেটে ঘুরে দেখা গেছে প্রায় অধিকাংশ মার্কেটেই তিল ধারনের ঠাঁই নেই। ক্রেতাদের মধ্যে পুরুষের তুলনায় নারীদের আধিক্য অনেক বেশি। বরাবরের মতো এবারও নারীদের পছন্দের শীর্ষে রয়েছে দেশীয় তাঁত, নেট, সুতি, হাফ সিল্ক, ফুলসিল্ক, কাঁতান, জামদানি, বেনারসি, টাঙ্গাইল তাঁত, বালু ছড়ি, মিরপুরী সিল্ক, ঢাকাই মুসলিন ও ঢাকাই জর্জেট শাড়ি। এছাড়াও বিভিন্ন কসমেটিক্স সামগ্রীর দোকানেও ভিড় লক্ষ্য করা গেছে। মহিলাদের ভিড়ের কারণে পুরুষ ক্রেতারা আসছেন সন্ধ্যার পর থেকে প্রায় মধ্যরাত পর্যন্ত। এসব ক্রেতাদের ভিড়ে সাংবাদিক পরিচয় দিলেও অনেক দোকানির সেদিকে খেয়াল নেই। দোকানিরা সবাই ব্যস্ত পোশাক বিক্রিতে। এদিন শামিম খাঁন প্লাজার সুলতান পাঞ্জাবী হাউস, শুভ শেরওয়ানী অ্যান্ড পাঞ্জাবী হাউস, পাঞ্জাবী হাউস, জমজম পাঞ্জাবি হাউসসহ বিভিন্ন পাঞ্জাবী দোকানগুলোতে তরুণদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে।