চা বিক্রি করে বাবাকে তিনতলা বাড়ি উপহার

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

সততা, নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম করলে মানুষ চা বিক্রি করেও লাখপতি হতে পারে- এমন দৃষ্টান্ত স্থাপন করলেন ময়মনসিংহের ত্রিশাল পৌর শহরের নওধার এলাকার আজহার উদ্দিন। এক সময় তাদের পরিবারের তিন বেলা আহার জোগাতে হিমশিম খেতে হতো। ঢাকা শহরের ফুটপাতে চা বিক্রেতা আজহার উদ্দিন আজকের রাজা মামা হয়ে ওঠার পেছনে রয়েছে দুঃখ-কষ্টের করুণ কাহিনি। যুবক বয়সে রাজা জীবিকার তাগিদে পাড়ি জমান দুবাই শহরে। সেখানে এক চায়ের দোকানে কাজ করতেন। দুবাইয়ে কাজ করে স্বাবলম্বী হতে পারেননি তিনি। দুবাই থেকে দেশে ফিরে শুরু করেন চায়ের ব্যবসা। আজাহার উদ্দিন রাজা তার গ্রামের বাড়িতে ত্রিশাল পৌর শহরে নওধার এলাকায় বাবার থাকার জন্য তিন তলা ফাউন্ডেশনের দুই ইউনিটের একটি ব্যয়বহল বাড়ি তৈরি করে দিচ্ছেন। বাবা আলিমুদ্দিন বলেন, অর্থের অভাবে আজাহারকে লেখাপড়া করাতে পারিনি। বিদেশ গিয়েও কোনো কিছু করতে পারেনি। বর্তমানে নিজে ব্যবসা করে প্রতিষ্ঠিত হচ্ছে জেনে আমি খুবই খুশি।