ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কোরআন অবমাননার অভিযোগে নারী আটক

কোরআন অবমাননার অভিযোগে নারী আটক

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পবিত্র কোরআন শরিফ অবমাননার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ। উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। ওই নারীর নাম ফাতেমা বেগম। তিনি ওই এলাকার আসকার হোসেনের স্ত্রী। এলাকাবাসী জানায়, স্বামী-স্ত্রী দু’জন একে অপরকে বিভিন্ন বিষয় নিয়ে সন্দেহ করত। সন্দেহ কাটাতে এক পর্যায় কোরআন শরিফ নিয়ে শপথ করার জন্য একে অপরকে বলে। পরণেই ফাতেমা রেগে গিয়ে কোরআন শরিফ মাটিতে ছুড়ে ফেলে দেয় এবং তার ওপর দুই পা দিয়ে দাঁড়িয়ে থাকে। গত সোমবার ফের ঝগড়া করে ফাতেমা তার স্বামীকে বাড়ি থেকে বের করে দিলে ঘটনাটি জানাজানি হয়। কোরআন শরিফ অবমাননার খবর পেয়ে ফুঁসে ওঠে তাওহিদি জনতা। গতকাল মঙ্গলবার কোরআন অবমানাকারীর সর্বো"চ শাস্তি চেয়ে হাজার হাজার মানুষ বিােভ করতে থাকে। পরে এলাকাবাসী ৯৯৯ ফোন করে বিষয়টি জানালে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিনের নেতৃত্বে এক দল পুলিশ ফাতেমাকে আটক করে থানায় নিয়ে আসে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত