ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে কারখানার সীমানা প্রাচীর ধস আতঙ্কিত শ্রমিকরা

সিরাজগঞ্জে কারখানার সীমানা প্রাচীর ধস আতঙ্কিত শ্রমিকরা

সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের চক শিয়ালকোল এলাকায় মেসার্স জিব্রাইল ট্রেডার্স প্লাস্টিক কাটিং অ্যান্ড রিপেয়ারিং কারখানার সীমানা প্রাচীর ধসে পড়েছে। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। জানা যায়, প্রায় দেড় বছর আগে বৃষ্টির পানিতে ওই কারখানার সীমানা প্রাচীর ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু কর্তৃপক্ষ প্রাচীর মেরামত করেনি। এতে সীমানা প্রাচীর দুর্বল হয়ে পড়ে এবং গত মঙ্গলবার বিকালে কারখানার প্রাচীর হঠাৎ করে ধসে পড়ে। কারখানার নারী-পুরুষ শ্রমিকেরা বলেন, অনেক দিন আগে বৃষ্টির পানিতে সীমানা প্রাচীর ক্ষতিগ্রস্ত হয়েছে। কারখানার মালিকসহ অনেকেই এ বিষয়টি জানেন। প্রতিদিন ওই কারখানায় ৪০ থেকে ৫০ জন শ্রমিক কাজ করে থাকি। হঠাৎ করে ওই প্রাচীরটি ধসে পড়ে। এতে প্রাণহানির ঘটনা না ঘটলেও শ্রমিকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত