ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বাংলা নববর্ষ-১৪৩০ উদযাপনে প্রস্তুতি সভা

বাংলা নববর্ষ-১৪৩০ উদযাপনে প্রস্তুতি সভা

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩০ উদযাপনে প্রস্তুতি সভা করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতির বক্তৃতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা বলেন, বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষকে বরণ করা হবে। এই আয়োজনে মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও শিশু-কিশোরদের জন্য রচনা প্রতিযোগিতাসহ বাঙালি সংস্কৃতির নানা আয়োজন থাকবে। তিনি আরও বলেন, আগামীকাল শুক্রবার পহেলা বৈশাখ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯টায় মঙ্গল শোভাযাত্রা বের হবে। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। একই আঙ্গিকে উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এই বর্ষবরণ অনুষ্ঠান করার নির্দেশনা দেন তিনি।

সভায় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ রায়হান পিএএ, ইউপি চেয়ারম্যান গৌরদাস রায় চৌধুরী, জাহিদুল ইসলাম, আবুল কালাম আজাদ প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত