ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বঙ্গবাজারে অগ্নিদুর্গতদের পাশে ওপিএল

বঙ্গবাজারে অগ্নিদুর্গতদের পাশে ওপিএল

বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঘুরে দাঁড়াতে সহযোগিতা স্বরূপ অনুদান দিয়েছে পর্যটন নগরী কক্সবাজারের তারকা হোটেল ওশান প্যারাডাইস লিমিটেড (ওপিএল)। প্রতি রমজানে কক্সবাজারের প্রশাসনিক প্রধান ও বিশিষ্টজনদের সম্মানে হোটেল চেয়ারম্যানের করা ইফতার পার্টির এবারের আয়োজন বন্ধ রেখে সমূদয় টাকার দ্বিগুণ অগ্নিদুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য দেয়া হয়েছে। বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের জন্য সহযোগিতা সংগ্রহ করা ‘বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীদের হাতে গতকাল বুধবার হোটেল চেয়ারম্যানের অফিস কক্ষে চেকটি হস্তান্তর করেছেন ওশান প্যারাডাইসের পরিচালক আবদুল কাদের মিশু। তিনি বলেন, আমাদের উচিত মানবিক দিক বিবেচনা করে ক্ষুদ্র ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের পাশে থাকা। সেই চিন্তা থেকেই ওপিএল চেয়ারম্যান লায়ন এমএন করিমের পরামর্শে আমরা চলতি রমজানের ইফতার পার্টি আয়োজন বন্ধ রেখে সেখানে ব্যয় হওয়া টাকার ডাবল অঙ্কের চেক বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের জন্য দিয়েছি। ‘বিদ্যানন্দ ফাউন্ডেশন’র প্রকল্প সমন্বয়ক মোহাম্মদ মোবারক বলেন, কক্সবাজার থেকে সর্বপ্রথম ওশান প্যারাডাইস বড় একটি অঙ্ক অনুদান দিয়েছে। কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মোরশেদ চৌধুরী খোকা বলেন, ওপিএলের উদ্যোগ প্রশংসার দাবি রাখে। ওপিএল চেয়ারম্যান ও পরিচালক প্রসিদ্ধ ব্যবসায়ী, তাই সাধ্যমতো তারা বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত