ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সুতার কারখানা ভস্মীভূত

সুতার কারখানা ভস্মীভূত

গাজীপুরের কালিয়াকৈরে গতকাল বুধবার একটি সুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে আগুনে পুড়ে গেছে তুলা, সুতা, মেশিনসহ বিভিন্ন মালামাল। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এলাকাবাসী, ফায়ার সার্ভিস ও কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় জম জম স্পিনিং মিলস লিমিডেট নামে সুতা তৈরির কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কারখানার ভেতরে তুলার ব্লুরুমের এক পাশে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। পরে কালিয়াকৈর, কাশিমপুর, জয়দেবপুর ও কাশিমপুরসহ ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘণ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে, ব্লু মেশিনের উত্তাপ্ত থেকে আগুনের সূত্রপাত ঘটে। তাদের অভিযোগ, স্পিনিং মিলে পর্যাপ্ত আগুন নির্বাপক ও পানির ব্যবস্থা থাকার কথা থাকলেও ওই কারখানায় খুব বেশি পানির ব্যবস্থা নেই। তবে আগুনে পুড়ে যাওয়ার ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করতে পারেনি ফায়ার সার্ভিস। এদিকে কারখানার অ্যাকাউন্টস ম্যানেজার অশোক কুমার দাবি করেছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের লেগেছে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, পর্যাপ্ত পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে সমস্যা হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত