ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

এলপি গ্যাস বেশি দামে বিক্রির অভিযোগ

এলপি গ্যাস বেশি দামে বিক্রির অভিযোগ

সরকারি নির্ধারিত মূল্যেও চেয়ে বেশি দামে এলপি গ্যাস বিক্রি হচ্ছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

কাউখালী (পিরোজপুর) : কাউখালীতে এলপি গ্যাস বেশি দামে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার এলপি গ্যাস বিক্রিতারা সরকারি মূল্যে কেউ এলপি গ্যাস বিক্রি করছে না বলে অভিযোগ করে শাজাহান আলীসহ অনেক ভোক্তারা। ১২ কেজি একটি এলপি গ্যাসের বোতলের দাম সরকারিভাবে ১ হাজার ১৭৮ টাকা নির্ধারিত থাকলেও ভোক্তারা ১ হাজার ২৮০ থেকে ১ হাজার ৩৫০ টাকা পর্যন্ত স্থান ভেদে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ করে ক্রেতা আব্দুল হাই। উপজেলার দক্ষিণ বাজারে গ্যাস বিক্রেতা শওকত হোসেন জানান, সরকারি নির্ধারিত মুল্যে গ্যাস আমরা ডিলারদের কাছ থেকে কিনতে পারি না, তাদের কাছে থেকে ১ হাজার ২৫০ টাকায় ক্রয় করে পরিবহণ খরচসহ ১ হাজার ২৭০ থেকে ১ হাজার ২৮০ টাকায় দোকানে পৌঁছায়। বসুন্ধারা গ্যাস কোম্পানির ঝালকাঠি অঞ্চলের ডিলার মো. আজাদ জানান, আমরা কোম্পানির নিকট থেকে ১ হাজার ২১০ টাকায় ১২ কেজি বোতলজাত গ্যাস সিলিন্ডার ক্রয় করে ১ হাজার ২৫০ টাকায় পাইকারি বিক্রিয় করা হয়। ভোক্তা অধিকার অধিদপ্তরের পিরোজপুরের সহকারী পরিচালক দেবাশিষ রায় জানান, বাজার পরিদর্শন করে যদি সরকারি নির্ধারিত মূল্যের বেশি বিক্রি করে তবে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কালীগঞ্জ (ঝিনাইদহ) : এলপি গ্যাসের দাম কমালেও সেই সুবিধা পাচ্ছে না ঝিনইদহের কালীগঞ্জ উপজেলার সাধারণ মানুষ। শহরের নেসা গ্যাস ঘরের মালিক নাজমুল হুদা জানান, এটা আমাদের কিছু করার নাই। কোম্পানি আমাদের কম রেটে সরবরাহ করছে না, আমাদের কী করার আছে? কালীগঞ্জ পৌরসভার আর এক ব্যবসায়ী নয়ন ট্রেডার্স অ্যান্ড গ্যাস ঘরের মালিক নয়ন সরকার জানান, পরিবহণ খরচ দেখিয়ে কোম্পানি আমাদের কম রেটে গ্যাস দিচ্ছে না। তাই আমরা কম দামে বিক্রি করতে পারছি না। ভোক্তা অধিকারের মো. মামুনুল হাসান সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) জানান, কোম্পানি ডিও প্রতি ১ হাজার ২২০ টাকা নেয়ায় বাজারে গ্যাস ১ হাজার ২৬০-১ হাজার ২৭০ টাকা করে বিক্রি হচ্ছে। কোম্পানিগুলো বেশি মূল্যে ডিও করাচ্ছে এই ব্যাপারে আমি কী বলব। এই ব্যাপারটি নিয়ে ডিসি স্যারকে অবগত করা হয়েছে। তবে এখন ভোক্তা ঠকছে এটা সঠিক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত