ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ইফতারের সময় ফাঁকা বাড়ি থেকে টাকা গয়না চুরি

ইফতারের সময় ফাঁকা বাড়ি থেকে টাকা গয়না চুরি

মাত্র ২ ঘণ্টা বাড়ি ছিলেন না ফেনীর ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়নের দৌলতপুর গ্রামের বাসিন্দা রৌশন আরা আক্তার আঁখি। ঘর তালা মেরে গত বুধবার এক আত্মীয়ের বাড়িতে পারিবারিক অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেখান থেকে বাড়ি ফিরে দেখেন তাদের ঘরের দরজার তালা ভেঙে চুরি হয়েছে টাকাসহ কয়েক ভরি গহনা। এ দৃশ্য দেখেই তিনি জ্ঞান হারান। খবর পেয়ে তার প্রতিবেশীরা তাকে ফেনী হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করান। গতকাল বৃহস্পতিবার তিনি বাড়ি ফেরেন। এখনো কাটেনি তার শারীরিক দুর্বলতা। আঁখি দৌলতপুর গ্রামের বাদশা মিয়া মাঝি বাড়ির প্রবাসী নজরুল ইসলামের স্ত্রী। আঁখির চাচা উত্তর কুহুমা গ্রামের আবদুল কাদের ফরায়েজী বলেন, আমার ভাতিজির বাড়ির পাশে ঘোপাল তদন্তকেন্দ্র পুলিশ এবং ইউনিয়ন পরিষদ। রাস্তার পাশে বাড়ি। চারপাশে ঘনবসতি। ইফতারের সময় বাড়ির দেয়াল টপকে ঢুকে চুরি! এভাবে হলে তো এলাকায় মানুষ বসবাস করতে পারবে না। স্থানীয় লোকের কানেকশন না থাকলে এ ধরনের চুরি সম্ভব না। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে ঘোপাল তদন্ত কেন্দ্র পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সেলিম। ঘোপাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মুকবুল হোসেন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলছে। লিখিত অভিযোগ দেয়নি। তারপরও আমাদের কাজ চলছে। এখনো কেউ আটক হয়নি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত