ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ধর্ষণ ও অপহরণ মামলা

নারীসহ ছয়জনের যাবজ্জীবন

নারীসহ ছয়জনের যাবজ্জীবন

নাটোরে অপহরণ ও ধর্ষণ মামলায় তিন নারীসহ ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। এ সময় আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন।

আসামিরা হলেন- মোছা. হালিমা, মোছা. আম্বিয়া, মোছা. জেমি, মো. নাঈম, আজবাহার এবং আনছার আলী। মামলার সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২৪ অক্টোবর নাটোর সদরের চরতেবারিয় এলাকার এক কিশোরীকে অপহরণ করে পাবনায় নিয়ে যায় সেখানে মো. নাইমের সাথে জোরপূবর্ক বিয়ে দেয়া হয়। সেখানে মারধর করে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। পরে ১০ ডিসেম্বরে ভিকটিম সেখান থেকে পালিয়ে নিজ বাড়িতে চলে আসে। পরদিন তার বাবা সদর থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা করেন। অপর এক ধর্ষণ মামলায় সিংড়া উপজেলার কুশাবাড়ী এলাকার জনৈক আনছার আলী ২০০৪ সালের ৯ অক্টোবর এক নারীকে তার বাড়িতে চাকু দেখিয়ে ধর্ষণ করে। পরে ১৩ অক্টোবর ভিকটিম নিজে সিংড়া থানায় হাজির হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে আনছার আলীর বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করেন। মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে দীর্ঘ ১৮ বছর পর আদালত এই রায় ঘোষণা দেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত