সারের দাম বৃদ্ধির প্রতিবাদে সমাবেশ

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  গাইবান্ধা প্রতিনিধি

ইউরিয়াসহ সব সারের দাম বৃদ্ধির প্রতিবাদ এবং বিএডিসি’র মাধ্যমে স্বল্পমূল্যে কৃষকদের মধ্যে সার-বীজ-কীটনাশক সরবরাহের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট জেলা শাখার উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল পূর্বে জেলা শহরের ২নং ট্রাফিক মোড় ও পুরোনো বাজারের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন সাম্যবাদী আন্দোলন জেলা সদস্য সচিব মনজুর আলম মিঠু, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের জেলা সংগঠক জাহিদুল হক, ওয়ারেছ মন্ডল রাঙ্গা, নারীমুক্তি কেন্দ্রের জেলা সংগঠক অধ্যাপক রোকেয়া খাতুন, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের জেলা আহ্বায়ক শামিম আরা মিনা প্রমুখ।