স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কর্মশালা

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

নীলফামারী ও মুন্সীগঞ্জে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদের পাঠানো খবর-

নীলফামারী : সামাজিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুব সমাজের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যুব সমাজের ভূমিকা নিয়ে আলোচনা সভা গত বুধবার অনুষ্ঠিত হয়েছে। নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার, মো, আলমগীর হোসেন লিটনের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা মো. আতাউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হান, বিশেষ অতিথি ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হাসান আলী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন দ্বীপ্তমান যুব উন্নয়ন সংস্থার সভাপতি আব্দুল মোমিন, সৈয়দপুর উপজেলার সহকারী যুব উন্নয়ন অফিসার মো. মোজাফফর হোসেন প্রমুখ।

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুন্সীগঞ্জ স্নেহাশীষ দাশ।