ভিজিএফের চাল বিতরণ

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রতিনিধিদের পাঠানো খবর-

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের ৩ হাজার ৬৫ অসহায়দের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ওই ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা গোলাম ছরওয়ার লিটন। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল মুনছুর মিন্টু খা, ইউপি সচিব হাফিজুর রহমান, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শেফিলী খাতুন, সংশ্লিষ্ট ইউনিয়নের ট্যাগ অফিসারসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। ওই ইউপি চেয়ারম্যান বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দুস্থদের মধ্যে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়।

সাঘাটা (গাইবান্ধা) : ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার গাইবান্ধার সাঘাটা উপজেলার ১০টি ইউনিয়নের সরকারীভাবে বরাদ্দকৃত ৪০ হাজার ৪৭৫জন হতদরিদ্র পরিবারের মধ্যে ভিজিএফের চাল বিনামূল্যে কামালেরপাড়া ও জুমারবাড়ি ইউনিয়নের বিতরণের উদ্বোধন করেন এমপি মাহমুদ হাসান রিপন। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক সুফিয়ান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু, রিলিপ অফিসার মো. আব্দুল কাফি, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. সামিউল ইসলাম, কামালেরপাড়া ইউপি চেয়ারম্যান মো. শাহিনুর ইসলাম সাজু, জুমারবাড়ি ইউপি চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। এমপি বলেন, যতবার আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে ততবারই বাংলাদেশের দৃষ্টান্তমূলক উন্নয়ন করেছেন এবং সাধারণ মানুষ শান্তিতে ঘুমাতে পেরেছে।