ঢাকা ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

উপলক্ষ্য ঈদুল ফিতর

ঈদ উপহার বিতরণ

ঈদ উপহার বিতরণ

দেশের নানা জেলায় ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নগদ অর্থ, ঈদ উপহার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর-

নোয়াখালী : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও কর্মীদের মাঝে নগদ অর্থ ও ঈদ উপহারসামগ্রী বীর মুক্তিযোদ্ধা খন্দকার রুহুল আমিনেরউদ্যোগে বিতরণ করা হয়েছে। গত শুক্রবার বিকালে সোনাইমুড়ী উপজেলা অডিটোরিয়াম হল রুমে আওয়ামী লীগের প্রায় ৫ শতাধিক নেতাকর্মীর মধ্যে ওইসব বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খন্দকার রুহুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ফ ম বাবর বাবু, মোশারেফ হোসেন দুলাল, আবু সায়েম।

সিংড়া (নাটোর) : নাটোরের সিংড়ায় পিকেএসএস এর আয়োজনে গতকাল শনিবার সোয়াবের সহযোগিতায় দুই শতাধিক গরীব, প্রতিবন্ধীদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। পিকেএসএস এর নির্বাহী পরিচালক ডেইজি আহমেদের সভাপতিত্বে বিতরন কার্যক্রমে উপস্থিত ছিলেন নাটোর জজকোর্টের সিনিয়র আইনজীবী আকরাম হোসেন, পরিসংখ্যান কর্মকর্তা সজিব সারওয়ার, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ, সাংবাদিক ফজলে রাব্বি, লিটন আলী প্রমুখ।

ঈশ্বরগঞ্জ : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিম্ন আয়ের মানুষের সামনে ঈদের আনন্দ ভাগাভাগি করে তাদের মুখে হাসি ফোঁটাতে ঈদসামগ্রী বিতরণ করেছে ঈশ্বরগঞ্জ ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। গতকাল শনিবার উপজেলার জয়পুর গ্রামে শুরু হয় ঈদসামগ্রী বিতরণ কার্যক্রম। সরেজমিন দেখা যায়, নারী-পুরুষ ও বিভিন্ন বয়সের মানুষ সারি বেঁধে চাল, সেমাই, চিনি, তেলসহ ঈদের বাজার নিতে এসেছে নিম্ন আয়ের মানুষগুলো। এর জন্য দিতে হচ্ছে না কোনো মূল্য। এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ ফাউন্ডেশনের সদস্য বাংলাদেশ মুক্তিযোদ্ধার সন্তান সংসদ ময়মনসিংহ জেলা শাখার সহ-সভাপতি নূর-এ-আলম রবিন, ঈশ্বরগঞ্জ ফাউন্ডেশনের সদস্য মো. সালাউদ্দিন, মাহবুব হাসান তুহিন, মো. বুরহান উদ্দিন প্রমুখ।

মৌলভীবাজার : শ্রীমঙ্গলে ৭ লক্ষাধিক টাকা মূল্যের সাড়ে ৭০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে শ্রীমঙ্গল অ্যাসোসিয়েশন অব আমেরিকা (ইনক্)। খাদ্যসামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানেন প্রধান অতিথি মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। এ উপলক্ষ্যে গত শুক্রবার বিকালে শ্রীমঙ্গলের মৌলভীবাজার রোডের আজিজ সুপার মার্কেটে ব্যবসায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গল অ্যাসোসিয়েশন অব আমেরিকার (ইনক) উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ আছকির মিয়ার সভাপতিত্বে সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল পৌর মেয়র মহসিন মিয়া, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, শ্রীমঙ্গল অ্যাসোসিয়েশন অব আমেরিকার (ইনক) উপদেষ্টা শামীম আরা তারেক, ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি শেখ মো. লুৎফর রহমান, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন, সাংবাদিক সমিতি শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মো. কাওছার ইকবাল, পৌর কাউন্সিল মীর এম সালাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, কেমিস্ট অ্যান্ড ড্রাগস অ্যাসোসিয়েশন শ্রীমঙ্গলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ফুয়াদ প্রমুখ।

লালমনিরহাট : প্রতি বছরের ন্যয় এবারেও ঈদে প্রতিবন্ধী শিশুদের পাশে দাঁড়িয়েছেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মানবিক নেতা খ্যাত সাখাওয়াত হোসেন সুমন খান। গত শুক্রবার তিনি ঈদের আগাম উপহার নিয়ে হাজির হন শহরের সুইড বুদ্ধি প্রতিবন্ধী, অটিস্টিক ও বার্নহাডট ইনক্লুসিভ স্কুলের শিক্ষার্থী, বিদ্যালয়ে। ঈদের আনন্দ প্রতিবন্ধী শিশুদের মাঝে ভাগ করে নিতে ওই আওয়ামীলীগ নেতা ব্যক্তিগত সহায়তায় ৬৫ জন শিশুর প্রত্যেককে দেড় হাজার করে লক্ষাধিক টাকা বিতরণ করেন। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত আজিজুল হক বীর প্রতীক, অধ্যক্ষ স্বপ্না জামান, ছাত্রলীগ নেতা লুৎফর রহমান আওরোঙ্গ, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন আহমেদ লিমন, রাকিব ইসলাম রাব্বি, সাকিল আশরাফ।

তিতাস (কুমিল্লা) : কুমিল্লার তিতাসে দরিদ্র কল্যাণ সংস্থার উদ্যোগে গত শুক্রবার শাহপুরস্থ মজিদপুর ইউনিয়ন পরিষদের সামনে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে এতিম অসহায় ও নিম্ন আয়ের শতাধিক মানুষের মাঝে ঈদ খাদ্যসামগ্রী ও ঈদ পোশাক বিতরণ করা হয়।

মজিদপুর ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন তিতাস থানার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাস। এছাড়াও এ সময় আরো উপস্থিত ছিলেন, মজিদপুর ইউনিয়নের ট্যাগ অফিসার জনস্বাস্থ্য প্রকৌশলী সাদেক মোহাম্মদ জুনায়েদ, বিট পুলিশ অফিসার আনিছুর রহমান, সংগঠনের পরিচালক মো. সামছুল হুদা ও বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে আব্দুল মালেক প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত