ঢাকা ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বাংলা নববর্ষ উদযাপন

বাংলা নববর্ষ উদযাপন

নানা আয়োজনে গত শুক্রবার বাংলা নববর্ষ-১৪৩০ উদযাপিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

শেরপুর (বগুড়া) : এ উপলক্ষ্যে সকাল ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরআগে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনাসভা-মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানার সভাপতিত্বে এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সরকার দলীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবর রহমান। আর প্রধান আলোচক ছিলেন- বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মজিবর রহমান মজনু। এছাড়া অন্যদের মধ্যে সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ মুনসী সাইফুল বারী ডাবলু, শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজমগীর হোসেন আজম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ রায়হান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর সাইদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পটিয়া (চট্টগ্রাম) : পটিয়া সম্মিলিত শিল্পী পরিষদের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। সম্মিলিত শিল্পী পরিষদ, গন্ধর্ব সংগীত নিকেতন, সপ্তক সংগীত বিধ্যাপীঠ, নৃত্যাঞ্চল, গীতল, আনন্দধারা, ছায়াবিথী, প্রীতিলতা সহ আটটি দল এতে দলীয় সংগীত, নৃত্য ও একক সংগীত পরিবেশন করে। অনুষ্ঠানের চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। উৎসবের শুভ উদ্বোধন করেন পটিয়া পৌরসভার প্রাক্তন মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. হারুনুর রশীদ। এতে প্রধান অতিথি ছিলেন সড়ক ও জনপদ দক্ষিণের নির্বাহী প্রকৌশলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুমন সিংহ। মুখ্য আলোচকের বক্তব্য রাখেন খলিলুর রহমান মহিলা কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু। শিল্পী অনুপম বড়ুয়ার সভাপতিত্বে ও সুমন সেন সঞ্চালনায় বক্তব্য রাখেন সমাজসেবক বিমল মিত্র, সংস্কৃতিজন মোহাম্মদ ছৈয়দ চেয়ারম্যান, এটিএম শাহজাহান, সমীর ধর অপু, জাহাঙ্গীর আলম, পুলক ভট্টাচার্য, কনক বড়ুয়া অপু দে, আবদুর রহমান রুবেল, সাংবাদিক পলাশ রক্ষিত, নয়ন দে প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত