ঢাকা ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

উই উদ্যোক্তাদের মেলা শুরু

উই উদ্যোক্তাদের মেলা শুরু

নাটোরের সিংড়ায় উই উদ্যোক্তাদের পণ্যসামগ্রী নিয়ে উই হাটবাজার মেলা শুরু হয়েছে। সিংড়া উপজেলা পরিষদ হলরুমে গতকাল শনিবার সকাল ১০টা থেকে আজ রোববার বিকাল পর্যন্ত মেলা চলবে। মেলায় ২০টি স্টল স্থান পেয়েছে। স্টলগুলোর মধ্যে রাজকন্যার হেয়ার ওয়েল, ঐশ্বর্য কালেকশন, আফসানা’স হ্যান্ডিক্র্যাক্টস, লিমা হ্যান্ডশিল্প, জামানা ফ্যাশন, বাহারি বাজার, সাবানা সেলাই ঘর, গ্রামীণ জুটসহ নানা পণ্যের বাজার। উই হাটবাজারের আয়োজক কমিটির সদস্য উই নাটোর জেলা প্রতিনিধি জ্যোতি সরকার বলেন, সিংড়ায় এই প্রথম উই হাটবাজার মেলা শুরু হয়েছে। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং উই জননী নিশার প্রচেষ্টার ফল হিসেবে এই মেলা নতুন নতুন উদ্যোক্তা তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে। আয়োজকরা জানান, নারী উদ্যোক্তাদের কাজের সক্ষমতা তৈরি, নেটওয়ার্ক সম্প্রসারণ, পরামর্শ প্রদান এবং স্থানীয় ও বৈশ্বিক বাজারের সঙ্গে সংযোগের সুযোগ করে দেয়া তাদের উদ্দেশ্য। হাটে উদ্যোক্তারা তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছেন। এ তালিকায় আছে রান্নাঘরের মশলা থেকে শুরু করে পোশাক, চামড়াজাত ও পাটজাত পণ্য, খাদ্যসামগ্রী, হাতে তৈরি অলংকার, শুঁটকিসহ বিভিন্ন ধরনের সেবা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত