প্রতিবন্ধী শিশুদের টাকা আত্মসাৎ

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  হুমায়ুন কবির, কালীগঞ্জ (ঝিনাইদহ)

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ২০১৯-২০ অর্থবছরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য অ্যাসিসটিভ ডিভাইস বিতরণের জন্য বরাদ্দকৃত প্রায় অর্ধ লাখ টাকা আত্মসাতের প্রমাণ মিললেও কর্তৃপক্ষ দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নেয়নি কোনো ব্যবস্থা। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার মনোয়ার হোসেন রঞ্জু ও উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক মেহেদী সোহরাব হোসাইনের সহযোগিতায় ভুয়া রেজিস্টার বানিয়ে প্রতিবন্ধীদের জন্য বরাদ্দকৃত সরকারি অর্থ আত্মসাৎ করেন সাবেক উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সেলিনা আক্তার বানু। ২০২১ সালের ২৫ আগস্ট সেলিনা আক্তার বানু স্বাক্ষরিত ওই রেজিস্টারে উপজেলার কোলা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সজীব ও তানজিলা নামের দুই প্রতিবন্ধী শিক্ষার্থীদের হুইল চেয়ার, মহিষাহাটী প্রাথমিক বিদ্যালয়ের মাহবুবুর রহমান নামের প্রতিবন্ধী শিক্ষার্থীকে শ্রবণযন্ত্র, কাকলাশ প্রাথমিক বিদ্যালয়ের প্রীতম মিত্র নামের একজন প্রতিবন্ধী শিক্ষার্থীকে শ্রবণযন্ত্র, সিংদহ প্রাথমিক বিদ্যালয়ের আবির হাসান নামের এক প্রতিবন্ধী শিক্ষার্থীকে শ্রবণযন্ত্র, বড় শিমলা প্রাথমিক বিদ্যালয়ের তুলসী রানী ও শান্তা ইসলাম নামের দুই প্রতিবন্ধী শিক্ষার্থীকে শ্রবণযন্ত্র দেয়ার কথা উল্লেখ করা হয়েছে। সরেজমিন খোঁজখবর নিয়ে জানা গেছে রেজিস্টারে উল্লেখিত নাম ঠিকানার কোনো প্রতিবন্ধী শিক্ষার্থী কালীগঞ্জ প্রাথমিক শিক্ষা অফিস থেকে কোনো হুইলচেয়ার কিংবা শ্রবণযন্ত্র পায়নি। রেজিস্টারের উল্লেখিত কোলাবাজার প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম রহমান, বড় শিমলা প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ডলি রানী সাহা, সিংদহ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম ও কাকলাশ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহেনা বেগমের সঙ্গে কথা বলে জানা যায়, তারা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে কোনো সরঞ্জামাদি পায়নি। রেজিস্টারে উল্লেখিত প্রাথমিক বিদ্যালয়সমূহের ক্লাস্টারের দায়িত্বে থাকা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সাবেক সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মনোয়ার হোসেন বলেন, সেলিনা আক্তার বানু স্যারের নির্দেশে এবং বড় বাবুর সহযোগিতায় আমি রেজিস্টারটি প্রস্তুত করেছি মাত্র।