ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

৪ বছরের শিশুর ১ম রোজা

৪ বছরের শিশুর ১ম রোজা

মাত্র ৪ বছর বয়সে ছোট্ট শিশু আবদুল্লাহ বিন হায়াম প্রচণ্ড গরমকে উপেক্ষা করেও আল্লাহ্ তালার সন্তুষ্টির জন্য পবিত্র মাহে রমজানের রোজা রাখল। সে অনেক দিন ধরে রোজা রাখার জন্য রাতে সাহরি খেলেও দিনের অর্ধেক সময় পর পানি পান না করে থাকতে না পারত না। এভাবে সে গত ২২টি রোজার মধ্যে প্রায় ৮ দিন চেষ্টা চালায়। গত শুক্রবার সে প্রচণ্ড গরমের মধ্যেও রোজার ২২তম দিনে একটি রোজা রেখে শিশু আবদুল্লাহ বিন হায়াম তার মনের ভাষণা পূরণ করে। সে গত বৃহস্পতিবার রোজা রাখার জন্য রাতভর জেগে থাকে। ভোররাতে মাইকে যখন পবিত্র মাহে রমজানের সাহরি খান বলে মাইকিং করতে থাকে, তখন সে শব্দ পেয়ে সাহরি খেয়ে রোজা রাখার প্রস্তুতি নেয়। আবদুল্লাহ বিন হায়াম সারা দিন পানির জন্য অনেক কষ্ট পেলেও তার দাদি শামছুন্নাহারের অনুপ্রেরণায় সময়ের প্রহর গুনতে গুনতে কষ্ট স্বীকার করে দিনটি অতিবাহিত করে রোজা রাখা সম্বব হয়েছে তার। শিশু হায়াম চাঁদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও আলোকিত বাংলাদেশ পত্রিকার চাঁদপুর প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ শওকত আলীর নাতি। সে শহরের হাসান আলী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র। সে শহরের পশ্চিম নাজির পাড়া ছৈয়াল বাড়ি এলাকার বাসিন্দা প্রাণ পরিবেশক মো. হাসান আলী সেন্টুর একমাত্র ছেলে। চাঁদপুর সরকার কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা হোসেন আলী মিন্টুর ভাতিজা। শিশুটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সবার কাছে মাহে রমজান মাসে তার জন্য দোয়া চেয়েছেন শিশুর অভিভাবক, বাবা, মা, দাদা, দাদি ও কাকা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত